কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

০২) আবু সাঈদ ওবায়দুল্লাহ

তার মুখ তার সুষমা



(১)
বিস্ময় আর বিস্ময়বোধের নাম। পাখি ও পালক। রক্তকলমের ধ্যান।
আলো অধ্যয়ন। শিখরে রূপ, তুরূপের তাস। পাহাড় আর পাথর ফুঁড়ে
কালামের গাছ। ভাসে ফুল, কোমল পদ্মযোনি। মন্দ্রমুগ্ধ নিষাদের ভাষা।
তার জিন ধরে শেষ শহীদের চার্বাক। থাকে শুধু তামা আর লিপি।

(২)
সেই জন্ম আর জন্মবিরোধের বীজ। কয়েদিদের গ্রাম, ফেরারি ছায়ারা।
দিকে দিকে ছড়ানো কাফ্রি, কৌম দাস। কুমারী আসছে নপুংসক ছেড়ে।
বিছানায় বিহ্বল বাঘ আর বাজ। ওপেরা খোলো। বিবসনা থাকো!
ভূর্জপত্র সাজিয়ে বসে থাকবে কুমীর ও জোকার।

(৩)
শাস্তিতে গেঁথেছো। ভরছো আগুন ও খাতা। দরবারে কুহু, চিল আর শুকুন।
পালায় ঘাসের সুষমা। যত তরবারি তত শান্তি, জবান। গোপন চিঠিগ্রহণ,
বন্ধ প্রাপকের মাথা। জাগে জঙ্গীনামা। পারাপারের মেহিকো এসেছে হলুদে।
কোথায় মালভূমি? গুপ্ত সিপাহিদের বুটে ভরে গেছে -- অজন্তা আর নকসি।

(৪)

তন্দ্রা লেখো। মিছিলে প্রাচীর। শত দুর্বাশিশু ফিরিয়ে এনেছে চাঁদ।
লেখো -- কারা কামান দাগে, কারা কার্তুজবনে ঘুমায়। সিংহাসন, পঞ্জিকা
তার মখমল, তার ঘুম ঘুম আবাবিল। যে জাহাজ হারায় সাগরে
তার পতাকা ধরে বাদ্য বাজে। মিনারে মিনারে মুখ জ্বলে, শান্ত শিকার।

(৫)
আমি লিখছি তোমাকে। তুমি কি আমাকে ডাকো? তুমি কি প্রাচীন গাছের
বীজ ধরে উঠে আসো -- শুরু ও শেষ? আমাতে ফলো। সর্বত্র রূপ রস তোমার।
জ্বলে, পোড়ে বন্দিসে, মেয়েদের কামিজে। পরাগ আর রেণু। দাও গোপন পরাগায়ন।
যে নিস্তব্ধ তার বেহালাকাঠে অমৃত, গান। পাতায় পাতায় তবু হাওয়া ও সাপ!



টীকাচিহ্ন

লিখে রাখছি এই কপিশছায়া। এই দাগী আসামী
জানালার জেলপাশ তার মালবেরি-শীত। ব্রিজ ধরে একা
এক বায়ুফল গাড়ি। একটি দরোজা খুলছে সাদা পাতা থেকে
একটি মোম একটি না-ছোঁয়া তিতির। তার ডানাশীর্ষে রৌদ্রগান
আর বিহ্বল ময়দান আর সেই লাল ঘোড়াগুলো--
তাদের সহিস
খা খা তরবারির ধার -- কীভাবে রক্ত রক্ত করছে!
যারা এই প্রথম স্কুলে নাম লেখালো -- তারাও এইসব জড়ুল গন্ধের
মধ্যে নাক ডুবিয়ে আছে। তাদের দেশের কথা নাই বা বললাম!
পথে পথে যে সব যুদ্ধকয়লা দেখছ -- ভাড়াটে বালিকার মিরাজ
তাদেরও সেই শেষ জানাজা -- এই মুগ্ধ প্যাপিরাস, বল্কলে।
মুখে কাপড় দিয়ে মায়েরা কাঁদছে -- তাদের রূমাল
তাদের কোমরের শেষ যৌবনরেখা ধরে আমার লেখা
কী রকম অটো-ডিনামাইট হয়ে পড়ছে!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন