কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

১৫) তোফায়েল তফাজ্জল

বল

ষোলো কলা পূর্ণ গোল, বল।
বস্তুটি দেখলেই পা কামড়ায় –
লাথি কষে
ফুলিয়ে পায়ের টিসু
দেখতে গাট্টি গোল প্রতিপক্ষ।

উল্টো দিক থেকেও হুঙ্কার
শোধ করতে কাঁটা ঘাই,
মনে ধার তোলে
সাজে গুলি খাওয়া বাঘ।



দৃষ্টিসন্ধি

ডিগবাজি কথায় কেটে গেলে সংকোচের বাচ্চা-ভয়
মেঘ কেটে শুরু হয় রবির বিজয়;
যে ছুঁতোয় প্রকৃতির ছন্দে পাখা মেলে
চশমা আঁটে রঙিন সকাল
মন থেকে সদর্পে তাড়াতে ঘটে যাওয়া নিশি-ঝাল।

বিধি-নিষেধের তিত্তির ডজন ডিম
ইচ্ছা-অনিচ্ছায় ফাটে, ভাঙে
উৎফুল্লের বেহিসেবি লাঙে।

নির্বাক কস্তুরি দৃশ্যপটে কাটে দাগ
মেরে ফেলতে ওঁৎ পেতে থাকা ভুল বোঝাবুঝি-বাঘ।
অজর ধারায় অচিরাৎ নামে ডায়মন্ড ফোঁটার বৃষ্টি
দু'মেরুর দূরত্ব কমলেই এক হয়
চৌম্বক চোখের দৃষ্টি।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন