কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

১৯) এস এম পাশা

আমরাও পিতা হবো

একদিন আমরাও পিতা হবো, পূর্বপুরুষদের পাপে
বুঝে নেবো খন্ডিত লাশের মালিকানা
কাঁধে তুলে নেবো অনির্বাণের খড়গ
আমাদের গর্ভে আবার পিতাদের জন্ম হবে।

মাতৃক্রোড়ে নবাগত ভ্রুণের কান্নায় ভারী হলে
কালো কার্বনের ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ
আমরাও পতাকা ওড়াবো বাজিকরের মতো
রঙিন আলোয় মিশে যাবো, নির্লজ্জদের দলে।


সিগারেট ও মানুষ


এক পাশে জলন্ত আগুন দিয়ে
অন্য পাশে আয়েশী চুম্বন লীলায়,
সুখের সবটুকু আদায় করা হলো
আর খাকগুলো উড়ে গেলো শূন্যতায়।

এরপর বাকি রইল চুম্বিত অংশটুকু
তার মূল্য কী আছে আর প্রেমিকের কাছে!
এক পলক দু পলক দেখে নিয়ে
মেঝেতে ফেলে দুমড়ে দেওয়া হলো
পায়ের প্রচন্ড আঘাতে।

অবহেলায় রইল সাধ করে কেনা
চুম্বনের প্রসাদ, এখন তার খবর কে রাখে?
ভেবে দেখি এর সাথে মানুষের
সাদৃশ্য কোনো অংশে কি কম আছে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন