কালিমাটি অনলাইন / ১২২ / দ্বাদশ বর্ষ : দ্বিতীয় সংখ্যা
একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আমরা এখন আছি। বিগত বিংশ শতাব্দী থেকে বর্তমান শতাব্দী যে অনেকটাই পরিবর্তিত, তা আমরা অনায়াসে অনুধাবন করতে পারি। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বিশ্বে বসবাসকারী মানুষের জীবন ও যাপনে এসেছে ভিন্ন মাত্রা। তার বাঁচার পদ্ধতিটাই গেছে বদলে। মূল্যবোধ গেছে পালটে। পারস্পরিক সম্পর্কের রসায়নেও দেখা যাচ্ছে বিস্তর পার্থক্য। পারিবারিক বা সংসারের অজস্র সমীকরণে লক্ষ্য করতে পারছি বিভিন্ন জটিলতার অনুপ্রবেশ। মানুষের সভ্যতা ও সংস্কৃতি বিকাশের প্রাথমিক পর্যায় থেকে এভাবেই প্রজন্মের পর প্রজন্মকে সম্মুখীন হতে হয়েছে এই ধরনের অনিবার্য কিছু অভিজ্ঞতার। আর সেই অভিজ্ঞতায় তুলনামূলক বিচার ও আলোচনায় সাম্প্রতিক প্রজন্মের খুব স্বাভাবিক কারণেই মনে হতে পারে, আমাদেরই পূর্বজরা তাঁদের জীবন ও যাপনের সার্বিক ক্ষেত্রে কতটা পিছিয়ে ছিলেন বা অসম্পূর্ণ ছিলেন। তাঁদের সব ব্যাপারেই ছিল সীমাবদ্ধতা। শিক্ষার সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা, অভিজ্ঞতার সীমাবদ্ধতা। বলা বাহুল্য, বিজ্ঞানের যাবতীয় সূত্র এবং নিয়মাবলী যেহেতু চিরকালীন, তার কোনো বিবর্তন নেই, কিন্তু বিজ্ঞানচর্চা ও চেতনার সীবদ্ধতার কারণে প্রযুক্তিরও ছিল সীমাবদ্ধতা। আজ আমরা যে সময়ে বসবাস করছি, প্রযুক্তি এক অসামান্য উচ্চতায় উপনীত হয়েছে। যে উচ্চতার দরুণ মানুষের জীবনচর্চায় ও চর্যায় এসেছে অভূতপূর্ব ব্যাপক পরিবর্তন। এবং এখন আমরা বস্তুগতভাবে কল্পনা করতে পারি, আরও কত বিশাল পরিবর্তন আমাদের পরবর্তী প্রজন্মগুলির জীবন ও যাপনকে পরিবর্তিত করবে। দুঃখ শুধু একটাই, যে কোনো প্রজন্ম তার পূর্ববর্তী বিভিন্ন প্রজন্ম সম্পর্কে বিশদভাবে অবহিত হলেও, কোনো প্রজন্মই তার পরবর্তী প্রজন্মগুলি সম্পর্কে কল্পনা করতে পারলেও তা কখনই দেখে যেতে পারে না তার জীবনের বা আয়ুর সীমাবদ্ধতার জন্য। আর এভাবেই পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে পিছিয়ে থাকা বা অসম্পূর্ণতার তকমা বহন করে চলে। তবে একটা কথা এখানে উল্লেখ করা যেতেই পারে, সব প্রজন্ম যদি তার সমসময়কে যথাযথ সেবা ও মর্যাদা দিতে পারে, তবেই সেই প্রজন্ম যথার্থ প্রাসঙ্গিক ও সার্থক হয়ে উঠতে পারে। বিভিন্ন প্রজন্মের তুলনামূলক বিচার ও আলোচনা সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ও নিরর্থক।
‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com
/ kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ : 9835544675
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন