কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১০৫


আষাঢ়ে  গল্প

 

আষাঢ়ে গল্পগুলো চুপ করে শোনে আপামর

বিনা টিকিটেই ঘুরে আসা যায় রূপকথাদের দেশ থেকে 

শান্তির পায়রারা লাট খেয়ে নেমে আসে মাটির উপর

গাছেদের মহাসম্মেলন হবে দূরে গভীর জঙ্গলে

শেকড়ে ছড়িয়ে পড়েছে মহাশিহরণস্বাভাবিকভাবে

সম্মেলনে গল্প শুনে ইদানীং ঘুমিয়ে পড়ছে যারা

তাদের ছবিগুলো ভাইরাল হয়ে গেছে সকাল সকাল 

 

ইচ্ছে করে

 

অপূর্ব, ইচ্ছে করে তোমার সান্নিধ্যে বসে থাকি

শুশ্রূষার স্পর্শ নিয়ে ঝরে পড়ে জ্যোৎস্না ও শিশির   

গা থেকে ধুলো ঝেড়ে সময়ের হাত ছাড়িয়ে চলে যাই

নদী নিজের পথ ধরে অবশেষে যেখানে হারালো

যাপনের উথাল-পাথাল নৌকো সেখানে ভাসাই

গোধূলির আলো মুখে মেখে বিষণ্ণ দিগন্তে চেয়ে

ইচ্ছেগুলো ফেলে আসি শান্ত মোহানায়

  

কথা দেওয়া

 

তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, চাঁদ এনে দেব

কথা দিচ্ছি থলে ভরে কথা দেব হাত পাতবি যখনই

এক ব্যাগ প্রতিশ্রুতি দেব প্রতি দিন প্রতি মাথা

নতজানু আনুগত্যের বিনিময়ে সুযোগ করে দেব করমর্দনের         

চিন্তা নেই, তোর জমি আগামীর জমি আমাদের

তোর সঞ্চিত টাকার সব ভার নির্দ্বিধায় তুলে নেবো    

ভারমুক্ত করে দেব, অজস্র সুখের ছবি হাতে তুলে দেব

রাশি রাশি স্বপ্ন দেব, যত কিছু তোর প্রয়োজন- সব

স্বপ্নের ভেতরে পুরে তোর হাতে দিয়ে দেব

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন