কবিতার কালিমাটি ১০৫ |
দায়
ঈশ্বর বিশ্বাসীরা
বেশি সুখী
তারা দায় চাপানোর
জন্য কাউকে পায়
অথচ
ঝগড়া
তর্ক
বিতর্কের
অবকাশ নেই
আমার কাঁধ অবশ্য
প্রত্যাশাদের ভারেই নূব্জ্য
দায়দের জন্য
কোনো জায়গা অবশিষ্ট নেই
বেকাররা পাশাপাশি
বেকাররা দাঁড়িয়ে
আছে পাশাপাশি
তারা পরস্পরের
ফাটা জামা পাজামা ঢেকে দেয়
গায়ের দামহীন
ঘামের গন্ধ
সবকিছুই পাচ্ছে
পঞ্চনেন্দ্রিয়ের মাধ্যমে
তাদের কথা হয়
একে অপরের পোশাকের
ফাটা অংশ ঢাকতে
মুখের দেশি
বিড়ির গন্ধ শুঁকতে শুঁকতে
বেকাররা দাঁড়িয়ে
আছে পাশাপাশি
একটা কবিতার মৃত্যুর পর
একটা কবিতার
মৃত্যুর পর
আমি তোকে ভালোবাসতে
পারবো না
সেই চরম কবিতা
শীৎকার মুহূর্তে
সম্ভব না
ঈশ্বর উপাসনা
বা নরক ঘৃণা
একটা কবিতার
মৃত্যুর পর
রাষ্ট্র কবিতা
না পড়ে চুলোয় যাক
সমাজটা শোধোনোর
দায় না নিতেও পারি
বা এই তথাকথিত
আধুনিক কবিদের কবিতায়
চৌর্যবৃত্ত
চললেও চলতে পারে
ধন্যবাদ
উত্তরমুছুনঅনবদ্য
উত্তরমুছুনঅপূর্ব,খুব ভালো লাগল।
উত্তরমুছুনবিমল চক্রবর্তী জামশেদপুর।