কবিতার কালিমাটি ১০০ |
ভালোবাসা
(১)
যে সম্পর্ক ছ্যাৎ লাগে মনে
যে চোখ মীন হোয়ে
অর্জুনের লাগসই তীরে বিদ্ধ
এ খোঁজ থাকে অন্তহীন
(২)
এক অনাহুত আগুন্তক ছায়া ফেলে
হৃদয়ের অন্তঃস্থলে ডুব দেয় আজন্ম কাল
নাটক নভেলে নায়িকা করে
সদৃশ্যে বাঁচে ক্লান্তিহীন
অজস্র বাবুইপাখী জোনাকির আলোয়
মস্ত তালগাছে হাওয়ায় ঘর সাজায়।
জীয়নকাঠি চুরি যায়-
এক এক করে তারা খসে
কক্ষপথে বালির ঝড় তুলে
চেড়াই করা কড়াৎ আর
গুঁড়ো মাটি ঢাকে।
(৩)
এ কেমন ঘোর
বলা থেকে অবলাই যেন
থাকে বিপরীতে-
গাংচিলের ছায়া পড়ে নদীতে
মাঝিরা ভাটিয়ালীতে নৌকো ছাড়ে
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে চমক লাগে
ছোট ছোট ঢেউ -
পাড় ভাঙে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন