তুল্যমূল্য
ন্যায়ের পক্ষাবলম্বন রক্তজাত
তাই আমি বেদনা বিধৌত মানুষ
ক্ষুধার্ত সর্পকেও খাবার দেয়া স্বভাব
আহত নেকড়েকে দিই আশ্রয় সেবা
ক্লান্ত শিংউছা বিরিষকে দিই তৃষ্ণায় জল
তাড়াখাওয়া শিকারি কুকুর পেয়েছে আশ্রয়
ওরা করেনি প্রতারণা, করেনি আঘাত
সর্প দিয়ে গেছে মণি
নেকড়ে দিয়ে গেছে চোখ
বিরিষ দিয়ে গেছে সাহস
কুকুর দিয়ে গেছে কৃতজ্ঞতা
মানুষ প্রাণী দিয়েছে আঘাত
মানুষ প্রাণী করেছে প্রতারণা
মানুষ প্রাণীই করেছে সর্বহারা
মানুষ প্রাণীই দিয়েছে মায়াবী যাতনা
কারণ আমি মানুষ ভালোবেসেছি।
পরম্পরা
দু্:খও বেদনা
আমরা পরস্পর ভাইবোন
কষ্ট ও যন্ত্রণা
আমাদের পিতা মাতা
বিরহ ও ব্যর্থতা
আমাদের দাদা দাদি
বঞ্চনা ও প্রপঞ্চনা
আমাদের আদি পিতা মাতা
তোমরা এই বংশলতিকাকে
আদর্শ আর চেতনা বলো।
সিসিফাস
গৃহলক্ষ্মী দেবী অন্নপূর্ণা কামিনী জায়া
প্রতিদিনের সংসারের কাজ করতে করতে করতে
যখন তুমি
টানাপোড়ন
জ্বলন জ্বালানি
চাল ডাল তেল রসুন নুন
আমাদের নিত্য প্রয়োজনের যত চাহিদার
অলিখিত অপ্রকাশিত শ্রুতি কবিতা
তুমি উচ্চস্বরে আবৃত্তি করো।
আর বাণিজ্য মন্ত্রণালয়, এক নেকের বৈঠকে
গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের খবর দেখো টিভিতে
পড়ো খবরের কাগজে জিনিসপত্রের মুল্য তালিকা
তখন তুমি আর কবিতা আবৃত্তি করো না।
পত্রিকা পাঠের পর
আমার না দেখা রেসকোর্স ময়দানে জাতির পিতার
অমিয় ভাষণের মতো অবিকল কলরেড়ি মাইকের সামনে
হ্যাশেলের টুলে দাঁড়িয়ে বক্তব্য রেখে যাও
আমি অবাক হয়ে তোমার দিকে তাকাই
আর মুগ্ধ শ্রোতার মতো যখন শুনি,
ঠিক তেমনি সময়ে অতিথি এলে তাকে নারায়ণ রূপে
সাগর সেনের দরদী কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনাও!
তখন তোমাকে খুব ভণ্ড মনে হয়।
প্রতিমাসের কুড়ি তারিখ থেকে পরের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত
আমিই তোমার একমাত্র শ্রোতা ও নির্বাক দর্শক।
ন্যায়ের পক্ষাবলম্বন রক্তজাত
তাই আমি বেদনা বিধৌত মানুষ
ক্ষুধার্ত সর্পকেও খাবার দেয়া স্বভাব
আহত নেকড়েকে দিই আশ্রয় সেবা
ক্লান্ত শিংউছা বিরিষকে দিই তৃষ্ণায় জল
তাড়াখাওয়া শিকারি কুকুর পেয়েছে আশ্রয়
ওরা করেনি প্রতারণা, করেনি আঘাত
সর্প দিয়ে গেছে মণি
নেকড়ে দিয়ে গেছে চোখ
বিরিষ দিয়ে গেছে সাহস
কুকুর দিয়ে গেছে কৃতজ্ঞতা
মানুষ প্রাণী দিয়েছে আঘাত
মানুষ প্রাণী করেছে প্রতারণা
মানুষ প্রাণীই করেছে সর্বহারা
মানুষ প্রাণীই দিয়েছে মায়াবী যাতনা
কারণ আমি মানুষ ভালোবেসেছি।
পরম্পরা
দু্:খও বেদনা
আমরা পরস্পর ভাইবোন
কষ্ট ও যন্ত্রণা
আমাদের পিতা মাতা
বিরহ ও ব্যর্থতা
আমাদের দাদা দাদি
বঞ্চনা ও প্রপঞ্চনা
আমাদের আদি পিতা মাতা
তোমরা এই বংশলতিকাকে
আদর্শ আর চেতনা বলো।
সিসিফাস
গৃহলক্ষ্মী দেবী অন্নপূর্ণা কামিনী জায়া
প্রতিদিনের সংসারের কাজ করতে করতে করতে
যখন তুমি
টানাপোড়ন
জ্বলন জ্বালানি
চাল ডাল তেল রসুন নুন
আমাদের নিত্য প্রয়োজনের যত চাহিদার
অলিখিত অপ্রকাশিত শ্রুতি কবিতা
তুমি উচ্চস্বরে আবৃত্তি করো।
আর বাণিজ্য মন্ত্রণালয়, এক নেকের বৈঠকে
গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের খবর দেখো টিভিতে
পড়ো খবরের কাগজে জিনিসপত্রের মুল্য তালিকা
তখন তুমি আর কবিতা আবৃত্তি করো না।
পত্রিকা পাঠের পর
আমার না দেখা রেসকোর্স ময়দানে জাতির পিতার
অমিয় ভাষণের মতো অবিকল কলরেড়ি মাইকের সামনে
হ্যাশেলের টুলে দাঁড়িয়ে বক্তব্য রেখে যাও
আমি অবাক হয়ে তোমার দিকে তাকাই
আর মুগ্ধ শ্রোতার মতো যখন শুনি,
ঠিক তেমনি সময়ে অতিথি এলে তাকে নারায়ণ রূপে
সাগর সেনের দরদী কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনাও!
তখন তোমাকে খুব ভণ্ড মনে হয়।
প্রতিমাসের কুড়ি তারিখ থেকে পরের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত
আমিই তোমার একমাত্র শ্রোতা ও নির্বাক দর্শক।
"মানুষ প্রাণীই দিয়েছে মায়াবী যাতনা...."
উত্তরমুছুনঅসাধারণ ভাবনা......
অনেক ভালোবাসা ধন্যবাদ
উত্তরমুছুন