কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

২৮ সুমিত রঞ্জন দাস

ফিরে দেখা
সুমিত রঞ্জন দাস


এবারও শেষ হয়ে উঠলো না ...

হিসেবের খাতা মেলানোর আগেই
পায়ে হেঁটে পেরিয়ে গেল নিকানো উঠান
গাঁয়ের পাঠশালা লাঙ্গল কাঁধে বিকেল
একলাটি ঘাটে মক্ষিস্নান
সব স-ব-কিছু;

এখন শুধু আতশ কাঁচ দিয়ে খুঁজে বেড়াই
অপদার্থতার ফ্যাকাশে নিশান হিমশীতল চোখ
বুকের পাহাড়ে শূন্যতার আঁকিবুকি
নীল আকাশে বকের আগমন
সাথে জবাকুসুমের লালগন্ধ

শেষ হয় না, কোনদিনও, সব যেন হারিয়ে যায়
আমার মধুমাস, অরন্য, কস্তুরীগন্ধা দিনগুলো।

অনিকেত এবার বুঝি তোমার ঘরে ফেরার পালা?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন