কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

২৯ জুবিন ঘোষ

আহ্‌ গোলোক আশ্চর্য
জুবিন ঘোষ



একটা শূন্যের মতো ফুটবল আমার অপেক্ষা করে আছে
কার কতটা পায়ের জোর জানি না, গোলপোস্ট ফাঁকা
আমি সহজাত হয়ে উঠছি, আর বলটা ঠিক পায়ের কাছে

অসংখ্য তিল নিয়ে বনবন ঘুরপাক, ঠিক সুদর্শন
তুমি কৃষ্ণলাল , রাসলীলার মতো চেপে ধরছ পা
নো ট্রাই ব্রেকার, নব্বই মিনিট, নো গোল্ডেন গোল
স্পেস দিলেই গেমওভার যেখানে আবার শূন্যের মতো
গোলাকার অদ্ভুত বলটা ঠিক সামনে গড়িয়ে যাচ্ছে
চাঁদের আলোয়, চাদরের তলায় , ফুটফুটে জ্যোৎস্না
যেন ফাঁকা ময়দান, একটা প্লেয়ার চরকির গতিতে
চক্কর দিয়ে যাচ্ছে , পায়ের কাছে সোনার আপেল
ফেলে আটলান্টা থেমে যাচ্ছে দেখেও না কুড়িয়ে আগের গতিতে
সেই যে বলটা বলছিলাম, জালের মধ্যে যাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে
নির্ধারিত করে দিচ্ছে ম্যাচের ভাগ্য , আমার সামনে এখন
হতভাগ্যের মতো পরে আছে করমর্দনের অপেক্ষায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন