কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১৯ মানিক সাহা

নির্বাসন
মানিক সাহা



শূন্য মস্তিষ্কের ভেতর দিয়ে একটি আঁকাবাঁকা পথ
নিঃসঙ্গ সরাইখানার দিকে চলে গেছে।
ঝাঁকঝাঁক বুলবুলি আনন্দহীন ঘরবাড়ির ছায়ায় নাচছে।
নাচুক, গান করুক, মাথায় মুকুট পড়ে
বসে থাকুক রঙিন সিংহাসনে।

টিপসইগুলো দিনদিন ঝাপসা হয়ে যাচ্ছে।
লাল পদ্মফুলের পুকুর থেকে কাঠের বাড়িটি উঠেছে।
তার জানালা-দরজাগুলো খুলে দিলে
সুগন্ধ ছড়িয়ে পড়বে দশদিকে।
এক অগরু গন্ধ এদিকে সাঁতরে আসবে
এবং জমাটবাঁধা ইঁট হয়ে
খাটের পায়ার নিচে শুয়ে পড়বে।
তাকে আর চেনা যাবে না।

আঁকাবাঁকা পথটি সরিয়ে নিয়েছে।
পালকের ঘাম থেকে বেরিয়ে আসছে মৃদু গুঞ্জন।
তারা বিদ্ধ করতে ভালোবাসে।
তারা নরম মাটি নিয়ে হৃদয়ের দিকে ছুঁড়ে দেয়।

কৌটোর ভেতরে থাকা ভ্রমরের লাবণ্য
দিন দিন ফিকে হয়ে আসে।

এখানে আর ভালো লাগছে না,
তাই স্বেচ্ছা নির্বাসন নিয়ে
বসে থাকি নির্বাসনের কোলেই।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন