কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

সোনালি বেগম

 

কবিতার কালিমাটি ১০৮


কাউন্সেলিং

 

নারীর আত্মহত্যা সংখ্যা বাড়ছে। আমাদের মা-ঠাকুমার

আনন্দের দিনগুলি ––– প্রশ্নচিহ্ন থেকে যায়। বন্ধ দরজার

আড়ালেওডিপ্রেশনছিল কি! আত্মহত্যা প্রবণতার

বিষণ্ণ স্বপ্ন ভাসে। হঠাৎই আর্থিক সংকট অথবা

মাতৃত্বহীনতা, অপর্যাপ্ত যৌতুক অথবা নিছক পরীক্ষায়

অকৃতকার‍্য, বা খুব কাছের মানুষের চলে যাওয়া –––

অস্ত-সন্ধ্যা নেমে আসতে থাকে...

আঘাতপ্রাপ্ত স্নায়ুতন্ত্র। বিশ্বাসযোগ্য বন্ধুর অভাব

তো কোনোকালে হতে নেই।ফ্যামিলি-কাউন্সেলিং

কখনও সখনও জরুরি হয়ে পড়ে।

যথার্থ খাদ্যগুণ-সমৃদ্ধ প্লেট, এসো সকলে মিলে

স্বাদ গ্রহণ করি।

 

গ্রন্থিবন্ধন

 

প্রচন্ড জলপ্রপাত নীলমণিলতায় দুলতে থাকলো।

সপ্তসুর-স্নাত আকাশ বাতাস। স্পন্দিত খেয়াতরী

মোহিনী আবেশে পরস্পরকে জড়িয়ে ধরলো।

অবাধ্য পোশাক তখন পঞ্চবান ছুঁয়ে চঞ্চল পতঙ্গ।

ঘনিষ্ঠ মৌচাক কানায় কানায় পূর্ণ। উজ্জ্বল

বিভায় ছড়িয়ে পড়ল আলো চতুর্দিকে। গাছ পাথর

অসাড় হয়ে উঠল ক্রমশ। গভীর অন্তঃস্থল

বেণু-বাঁশ ছুঁয়ে বসে রইল বহুক্ষণ। জলের

ভেতর বিমূঢ় চাঁদ। সন্ধ্যাতারায় অন্ত্যজ-ভাবাবেগ

ঝুলে রইলো। অব্যয় মোহ। হাত পা

শরীর প্রতিটি রোমকূপ ঘিরে যেন দ্রুতগামী

অশ্ব। আবর্তিত মহাপ্রলয় প্রকট হয়ে উঠতে

থাকল ক্রমশ...

 

ঘাসজমি

 

অসাধারণ স্থাপত্যশিল্প : বাহাই টেম্পল, মুঘলসম্রাট হুমায়ুন-এর

সমাধি, কুতুবমিনার, লালকেল্লা... লোকনৃত্যরত রঙিন মেঘ।

বিচ্ছেদ ও পুনর্মিলন তো ঘটেই থাকে। সেতুবন্ধন। জরুরি সমাজিক

কিছু চিহ্ন। সমগ্র স্বার্থপর অগ্নিস্পর্শ অকপট বাতাসে হারিয়ে

যায়। অধিকতর বোঝাপড়া আরও কাছাকাছি স্পর্শময় অনুভব।

কখনও কখনও বিশ্বাসযোগ্য বারিধারায় জেগে ওঠে ঘূর্ণায়মান

গোলক, মানবমানবী-র প্রেমে আপ্লুত এক টুকরো ঘাসজমি।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন