কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ৮৬


বিশ্বস্ত সূত্রে জানা গেল, এবছর অর্থাৎ ২০২১ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন করা হচ্ছে না। আশঙ্কাটা ছিলই মনে, তবু একটা ক্ষীণ আশা ছিল, হয়তো শেষপর্যন্ত বইমেলা হবে। কিন্তু হতাশ হতে হলো, দীর্ঘ একবছরের অধীর প্রতীক্ষা বিফলে গেল। অবশ্য না হবার কারণটাও অস্বীকার করা যায় না। বিশেষত বিগত বছরের বেশ কয়েকটা মাসে মারণ-ভাইরাস কোভিড ১৯-এর উন্মত্ততার যে ভয়ংকর রূপ ও চরিত্র প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী, তাতে খুব স্বাভাবিক কারণেই সবাই ভীত, সন্তস্ত্র ও আতঙ্কিত হয়ে থেকেছে। কত কত জীবন যে অকালেই ঝরে গেল, আরও কত কত জীবন যে ছিন্নভিন্ন হয়ে গেল, তার স্মৃতি এবং বর্তমান স্থিতি চরম বেদনাদায়ক। তাসত্ত্বেও যেহেতু মানবজীবন জীবনমুখী হয়েই বাঁচে ও বাঁচার স্বপ্ন দেখে, মৃত্যুমুখী হয়ে নয়, তাই তাকে আবার ঘুরে দাঁড়াতেই হয়, সব হতাশা নিরাশাকে পাশে ঠেলে ফেলে আশাকে আঁকড়ে ধরতে হয়, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য চালাতে হয় অনমনীয় লড়াই। এবং বলা বাহুল্য, অন্যান্য অনেক অনেক লড়াইয়ের মতো একটা অপরিহার্য লড়াই, বইয়ের লড়াই। আর বই মানেই যেহেতু জ্ঞানের ভান্ডার, তাই জ্ঞানেরও লড়াই। সারা পৃথিবীর প্রতিটি মানুষ একদিকে যেমন তার সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য আহার, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ন্যায্য প্রাপ্তির জন্য লড়াই অব্যাহত রাখে, অন্যদিকে তেমনি শিক্ষা ও জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করার জন্য একটা অন্য লড়াইতেও ব্যস্ত থাকে। এসবই তার জীবনের মৌলিক অধিকারের অন্তর্গত। এটা অবশ্যই ঠিক যে, পৃথিবীতে নিরক্ষর মানুষের সংখ্যাকে উপেক্ষা করা যায় না। আর তাই তারা বই থেকে শিক্ষা গ্রহণ করতে অপারগ। কিন্তু তারা শিক্ষিত হন প্রকৃতির পাঠ ও জীবনের পাঠ গ্রহণ করে। কিন্তু যাদের অক্ষর পরিচয় আছে, তারা বইয়ের পাঠে নিজেদের শিক্ষিত করে তোলে। শিক্ষা ও জ্ঞানের বিভিন্ন বিষয় তাদের চিন্তা-ভাবনা ও মানসিকতার ক্ষুদ্র পরিধিকে বিশাল, উন্মুক্ত ও উদার করে তোলে। বস্তুতপক্ষে, এসব আদৌ কোনো নতুন কথা নয়। আমরা কম-বেশি সবাই এসব জানি। এবং আমাদের সেই জানাটাও গড়ে উঠেছে বই এবং আনুষাঙ্গিক আরও অনেক মাধ্যম থেকে। আর তাই একথা বলা যেতেই পারে যে, বইয়ের লড়াই অন্ধকারের বিরুদ্ধে, বইয়ের লড়াই অজ্ঞানতার বিরুদ্ধে, বইয়ের লড়াই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে, বইয়ের লড়াই অন্যায়, অত্যাচার, বঞ্চনা, শোষণ ও মিথ্যাচারিতার বিরুদ্ধে।

মেলার উদ্দেশ্য মিলিত হওয়া, তা যে কোনো উপলক্ষ্যেই হোক না কেন। মানুষ মানুষের সঙ্গে মিলিত হলে, ব্যক্তিগত জীবনের পরিধি অতিক্রম করে সমষ্টিগত জীবনের সঙ্গে পরিচিত হয়। ছোট্ট গন্ডি ছেড়ে বৃহৎ গন্ডি, বৃহৎ গন্ডি ছেড়ে বৃহত্তর গন্ডি। বিশেষত সেই বৃহত্তর গন্ডিতে প্রবেশ না করলে মানবতার পাঠও অসম্পূর্ণ থাকে। মানুষ তার জীবনের উদ্দেশ্য এবং বিধেয় সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন উপলক্ষ্যে, বিভিন্ন বিষয় ও ভাবনাকে কেন্দ্র করে মেলা আয়োজিত হয়ে থাকে। মানুষ সেইসব মেলায় সমবেত হয়, পারস্পরিক পরিচিতি সেরে নেয়, ভাব বিনিময় করে এবং প্রয়োজনীয় পণ্য ও মনোরঞ্জন সংগ্রহ করে। বইকে কেন্দ্র করে আয়োজিত হয় বইমেলা। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হয়। আমাদের দেশ ভারতেও বিভিন্ন জায়গায় হয়। আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি সেইসব বইমেলার জন্য। বিশেষত আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য। এবারও ছিলাম। কিন্তু হতাশ হলাম। মারণ-ভাইরাস কোভিড ১৯ ভন্ডুল করে দিল আমাদের প্রিয় বইমেলাকেও।

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

 

দূরভাষ যোগাযোগ :

08789040217 / 09835544675

 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন