কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৮


যাত্রা

 

একঘর বিষণ্ণ করতালির সামনে

মাথা নিচু করে দাঁড়ায় মেয়েটি।

 

একটি অপ্রাসঙ্গিক বিবাহ প্রস্তাব

ঘুরে ফিরে বাতাসে! শিস্ শোনা

যায়! বাকি সব ফাঁকা!

 

আঁকড়ে থাকার ইচ্ছেগুলো সব ছিল সাজানো!  মিথ্যে প্রতিশ্রুতি সাক্ষী থাকে সব  বিসর্জনের।

 

নিঃসঙ্গতার কাছে আহুতি দেয়

এক চিমটি বিরহ আর অভিমান।

 

এবার যাত্রার অপেক্ষা...

 

শ্বাস

 

এখনও কিছু শ্বাস বাকি

আছে দেহে। রৌদ্রে দগ্ধ

এই ক্ষণ জীবনকে... অল্প

ছায়া দিতে একটি গাছ...

অনবরত ডাক দিয়ে যায়।

 

খুশী না কষ্ট... না বুঝে...

মন... মুখ ঘুরিয়ে বসে থাকে।

 

 

ভ্রমণ

 

পুনঃ ভ্রমণেও অনেক নতুনত্ব থাকে,

থাকে পরিবর্তন আর মানুষের  রূপান্তর!

ওই রূপান্তরের

জন্যেই আশা জাগায় পুনঃভ্রমণের।

 

ক্ষত

 

শুধু প্রেম জানে হৃদয়ের কোথায় সে ক্ষতস্থান রেখে গেছে। তাই ভয় পায় সে আবার রক্তাক্ত হতে!


1 কমেন্টস্: