কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২৫ জুন, ২০১৬

শাঁওলি দে

সুনামী


(১)

নাভিমূল বেয়ে নেমে আসা দীর্ঘশ্বাসের 
শরীর ছুঁয়ে থাকে আজন্ম লালিত পাপ
তীব্র আত্মহননের উপাখ্যান রচিত হয় না আর

এই যে এত প্রবল উপেক্ষা
তাকেও কি ফেলে আসা যায়?
দীর্ঘশ্বাস বাড়তে বাড়তে প্রবল জলোচ্ছাস...
সম্পর্ক ভাঙতে আর কত সুনামী চাও তুমি?

(২)

জীবন জুড়ে কোলাহল...
কান পাতলেই সময়ের তীব্রতা
কত কী যে মেনে নিতে হয়!
সময়ের হিসেব সময়ও মেলাতে পারে না
যতবার জল ছুঁই, গরম ভাপ উঠে আসে
অরণ্যে দাবানল, পৃথিবী পুড়ছে



রাত কথা

এইভাবেও একদিন শেষ হয়ে যেতে পারে,
চাঁদের গায়ে চাঁদ লাগার পরও।
অন্ধকার বারান্দায় আজও সেই
রবিবারের গন্ধ।
পুরনো যা কিছু মুছে যায়
অবলীলায়, অবহেলায়
এই যে এত বিশ্বাস অবিশ্বাসের বেড়াজাল
তাকে ডিঙানো যায় না কোনো মতেই।
যা ভেঙে যায় আর জোড়া যায় কি?
একটা রিফু দিয়ে জীবন যায় না গাঁথা


2 কমেন্টস্:

  1. অন্ধকার বারান্দায় আজও সেই
    রবিবারের গন্ধ।
    পুরনো যা কিছু মুছে যায়
    অবলীলায়, অবহেলায়
    এই যে এত বিশ্বাস অবিশ্বাসের বেড়াজাল
    তাকে ডিঙানো যায় না কোনো মতেই। সবগুলি ই স্পর্শকাতর তাই যতবার জল ছুঁই, গরম ভাপ উঠে আসে ...

    উত্তরমুছুন
  2. জীবন ছোঁয়া অনুভূতির কবিতা, সহজ ভঙ্গীমায়, যেমন লেখেন আপনি।

    উত্তরমুছুন