কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২৫ জুন, ২০১৬

শ্রীজাতা কংসবণিক

বিচ্ছিন্ন এক দ্বীপে 

আহ্নিক গতির থেকে সরিয়ে নিয়েছি শিরদাঁড়া

আরো স্পষ্ট পৃথিবীতে এখন সমান সকলেই
এক মুখ, এক চোখ
পুরুষ অথবা নারী
অপরাহ্ন হাতে করে ঘরে ফেরে বিকেলবেলায়।

পায়ের তলার থেকে মাটি সরে গিয়ে
খনিজ কথারা আঙুল আঙুল ছুঁয়ে যায়,
অথবা উলটো ঘটনাটি
পৃথিবীতে ঘটে গেলে
নিভৃত কথারা এসে মাটিকে সাজায়...


অদ্বিতীয়

কারণ জানার আগে... পুকুরের পাড়ে আলো জ্বলে ওঠে 
আর আমি বুঝি,
           
নির্ভার সম্পর্ক দায়...
কাঁটায় কাঁটায় সন্ধ্যে হলে...
জীবন ভুলে যায় 
কে তাকে পুরুষ বলেছে,
     
কেন এই নারীজন্ম ছুঁতে চায়
অন্য থেকে অন্য একজনl

প্রতিরাতে শেয়ালেরা ডাকে, 
চিৎকারে শোনা যায়
একজন মানুষের মৃদু প্রতিধ্বনি। 

এত আয়োজনে 
বাবারাই দুঃখ পায়চিরকাল।  

হে পুরুষ, তুমি কাল সেকথা ভাবোনি!


এই বসন্তের আগে

শ্মশানের উড়ন্ত ছাই
কিছু জন্মদাগ বয়ে আনে
       
আদিবিন্দু থেকে আগুন সমাধি।
ছাই আর আগুনের মাঝে
ঘুমিয়েছে শীতের মৈথুন।
      
কৃষ্ণচূড়া পুড়িয়ে দিতে জানে
তাই,
অশীতিপর গাছকে বলি
এসো বৃক্ষ... এসো শাখা... ফুল দাও আমার যোনিতে
আগুন আগুন দাও এ মৃত আমিকে
হলুদ পরাগ দাও...
             
প্রয়োগ জীবনে।

তারপরে ফুল গর্ভবতী হলে,
আগুনের মৃতদেহ
         
মিশে যাক আলোর ওপারে...





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন