কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২৫ জুন, ২০১৬

অনিন্দিতা ভৌমিক

মাঙ্গলিক   

এখানে নেমে আসছি ধানফুলের কাছে
আর তুমি মেঘলা ফেলে দিচ্ছ
পুরনো হয়ে উঠছ
চাবাগানের ভেতর অনেকটা জুড়ে

প্রতিটা মুলতুবির গায়ে  
চিহ্ন ঝুলছে না
হাঁটছি শুধু
বিষণ্ন একটা দরজার নামে

ঠান্ডা আয়ুরেখা ছুঁয়ে
তোমাকে ভালোবাসছি গো ভাতের ফুল

নুন-লংকা সাজিয়ে দিচ্ছি
পূর্বজন্ম মেখে
ছিটে-ফোঁটা মা গন্ধের পাতে



স্বীকারোক্তি

খুব বেশি ভোর হয়ে যাচ্ছি এবার
প্রবেশ নিই 
ছিন্ন করি সবটুকু এই তোমাকে 

গোটা একটা রাত
পিয়ানো হয়ে উঠলেই
কখন যে হেরে যাচ্ছে ছুটি

আর মানচিত্র থেকে
হলুদ পালকের নিভে যাওয়া দেখছ তুমি

নিষেধ খুলে রাখছ ঋতুবন্ধের দিনে




2 কমেন্টস্: