কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

চিত্তরঞ্জন হীরা

কবিতার কালিমাটি ১৩৮

 


সময় -


হট্টগোল লুফছে

লুফে নিচ্ছে বাহানার

হাটবাজার।


রি রি করা মাঝবয়স

দিনফেরতায়

রাতের আলো

দাঁড়ে বসছে নিশপিশের হাত

লক্ষ হবে।


লক্ষ্যে যার সহস্রমুখ

গেয়ে চলেছে

অস্তরাগের কান্নাগুলো

ভাঙা সূর্য গড়াচ্ছে

ঘেমে নেয়ে

ঘাটের তরজায় …


সময় -


ফোটা ফোটা ফ্রি ড্রপগুলো

সাদা থান জুড়ে

ছোট্ট একটা বিভোর

চোখের আগুন

ঘোলা রাস্তা গড়িয়ে

গড়িয়ে

কালোর আসবাব।


পাল্লা খুলে

দুপায়ের টোল

একটুও টলছে না

ঋজু সোমের

কাচতোলা ঘর

ঘুরে ফিরে।


সভ্যতার ভেতর

এতটা গাঢ়!

গ্রামকে গ্রাম

রোদচশমার ঢালে

নেমে যাওয়া

একহাত বিকেল!


সময়-


হালকা ব্রাশের হাই

বড়োদের মতো করে

ফেরার টানেলে

এখন ছোট হতে থাকে

একটা ঝুমঝুম।


লতানো তৃষ্ণা লম্ব বরাবর

অনেকের ঝাল ঝালরে

লোলুপ জিহ্বা

সাঁকো টেনে

লম্বা হতে হতে

মাথা ছুঁয়ে

শুরুটা আর

দেখাই যাচ্ছে না।


শুধু মোমবাতির শ্লোগান

এক্কা দোক্কার দু'পশলা

গোল্লা ছুঁড়ে।


এখানেই হয়তো

আমরা প্রথম দেখেছি

একটা পালকের দেশ

পলকের দেশ …





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন