কন্ট্রোল সিস্টেম
ঠোঁট
এক দুপুর
তার ভাষাযাপনটুকু
রূপ ও রক্তের ভেতর যে জন্মদাগ
যে কৃত্রিম কন্ট্রোল সিস্টেম
ভালবাসতে বাসতে
ছায়ারা
উপেক্ষা ও পুনর্জন্ম এড়িয়ে গেল
বাদামী সে ঝোঁক
হাওয়ায়
এই যে পরিত্রাণের
কথা
লেখা থাকল
আর
চোখ হবে চোখ হবে
করছে স্থায়ী উচ্চারণ...
একটি সিজনাল কবিতা
পোশাকের ভেতর
একটা দিন
দুটো জানলা
তিনটে স্মৃতি
অপেক্ষার ভেতর
সংশয়ের ভেতর আমি
খুব সিজনাল হয়ে
বাইরে বাইরে
লক্ষ করছি
কথাবার্তা চালানোর শেপ
চোখে সরু হয়ে আসছে
লং শট
ফ্রেম বরাবর ভাগ করতে করতে
কেমন বেড়ে উঠছে ধাতুদাগ...
কমলা রঙের গান
বিরহের ভেতর ভেতর
একটা রাস্তা
ভাঙতে ভাঙতে
কোথাও যাচ্ছে না একটা কমলা রঙের গান
লজিকাল
এইসব ধাতুগাছের সাথে
ইমোটিকন বড় হচ্ছে
প্রসঙ্গের ভেতর ভেতর
একটা পিকচার
পোস্টকার্ড
দূর থেকে
কেটে কেটে
সম্পর্ক ফেলছে যারা
যে দৃশ্য গুঁড়ো হয়ে
আমাদের ফুসফুসের মধ্যে ঢুকে গেল...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন