কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

দীপ্তি চক্রবর্তী

অসময়

ছিঁড়ে ফেলেছি বাজারের ফর্দ
হিসেব থেকে ছেঁটে ফেলেছি সময়

নিয়তির হাতে সঁপে দিয়েছি নিজেকে
এখন আর ফিরে তাকানোর চেষ্টা বৃথা

যেটুকু প্রাণবায়ু নিয়ে পথ চলা শুরু করেছিলাম
আজ তা নিঃশেষের পথে

তীক্ষ্ণ তীরের ফলা এসে বিঁধেছে হৃত্পিণ্ডে
পথ চলা থামবে না, চলতেই হবে
এগিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

ধারাসারে

গর্ভবতী মেঘের স্তর থেকে ধারাসারে
ঝরে পড়ে মুক্তোদানার ফোঁটা
আমি তাকে স্পর্শ করি
আমার সবকটি ইন্দ্রিয়কে সজাগ করে

ফোঁটা ফোঁটা বৃষ্টি ধারার
স্রোতের হাত ধরে ভেসে যাই
নিজ হাতে গড়া কাগজের নৌকায়
তোমার স্পর্শের অনায়াস চেনা গন্ধে
প্রশ্বাসে বুক ভরে ওঠে

পাওয়া না পাওয়ার হিসেব ছেড়ে
এক পা এক পা করে হেঁটে যাই
মোহনার

1 কমেন্টস্: