ছাপ
আলবেলা বালি শঙ্খে ছাপ রেখে এলে
মোহিত হবার আগে ভয় ভয় করে
আঁধি এসে নিয়ে যায় সুখি পলক
ঝুরঝুরে রুজ মেকআপ সিন্থেটিক প্রেম
কাঠামোর তলে এক মাত্রার ছবি
ফ্রেমের ঘেরাটোপ থেকে উড়ুক্কু জাটিঙ্গা
আগুনে ছিল রিপালসিভ এস ও এস
ট্রাম্পের কথাগুলির মতো জনরঞ্জনী
বিশ্বাস না করেও ঝাঁপ দিচ্ছি
আমাদের আর কোনো ব্রেক্সিট নেই
ঘোলা জলে নেমে যাচ্ছি অর্ধমৃত দঙ্গল
জন্মান্তর সনেট
জন্মান্তর না পেলে আর ফুরোবে না তোমার কাছে আসা
কালজানি আকাঙ্ক্ষায় যে নদী উত্থিত অযোনিসম্ভূত এই অহম
শতভিষা ছায়াপথে গাঁথা আমোদিত উজ্জ্বল সুগন্ধ বীথিকা
প্রতিদিন লয় ক্ষয় আমাদের আলো আর ভালো থাকাথাকি
তারও পরে আরো আরো চাওয়া গহন সুরেলা এক প্রাচীন কবিতা
রজকিনী প্রেম থেকে ভেনাস কিউপিড
আরো কত বর্ণ পরিক্রমা
কথ্য অবোধ্য যাই তাই হোক সে যেন জাগতিক সংজ্ঞা জানে না
তার কাছে বারে বারে ফেরা মায়ের জরায়ুমুখে উষ্ণতম ঘর
খোঁজে যারা নেহাত প্রেমিক নয় যুগান্তের সাধক সাধিকা
‘তুমি’ নামে বিগ্রহ
এক পুজো যার নাস্তিকের দর্প চূর্ণ করা
কলজের ফুল জল দিয়ে ধুয়ে দেওয়া সে আলোর কাঠামো
আরো কিছু জন্ম দিও তুমি আর দিও অনির্বাণ আদর অগ্নি
বেওফা সনম হই না হই লখার বেহুলা ভেলা যদি নাই থাকে সাথে
আমিও তো নাচ জানি কিছু তোমারও ছন্দমিল জন্মের পাওনা
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন