কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

০৪) সৌমিত্র সেনগুপ্ত


অ্যাসাইলাম - ৩৫

নামের পাশে পাহাড়িয়া লিখতেই আকুল
পাশফেরা সূতোদের ডেকে নিলে জড়ানো অছিলায়  

ওড়নার বৃষ্টিরং আজ নির্নিমেষ
পাখিডাকের কাছাকাছি কোথাও শব্দমাত্রায়
                   লুকিয়ে আছে উত্তরায়ণ
ওই যারা হাত নেড়ে বলে গেল
চোখ বুজলেই বেজে উঠবে ভোররাতের হুইসেল
পাঁচ আর তিনের ঘরে পড়ে থাকবে চেতনার বাকিটুকু

না ভোলা কিছু রাত ঘনিয়ে নাও চারপাশে
কিছু উন্মাদ পা চলে যাক পশ্চিম নগরীতে
সোনালি গ্লাসের বর্ণমালায়  

লোকালয় মুছে মুছে চোখ মেলছে হালকা বারান্দা
অন্ধকার ও চেতনায়



অ্যাসাইলাম - ৩৬

অনুভব ছুঁয়ে যেটুকু চোখ থাকে আয়নায়

পড়ে থাকা ঝিলকালো
বিস্তারিত লা... লা অথবা লা... লী... অনুক্রমে
শুষে নেওয়া
দৃষ্টিহীন

চলো ঘুরে আসি
বেয়ে বেয়ে অনেকটা পথ একাকী
সকলি একক হতে পারতো
সরম বা সামিয়ানায়

ওপার পেরিয়ে একটু সময় নাও ভুলে যাওয়া অভিধানে
সূচী নাকি পায়ে পায়ে অজস্র ভুলের
নাম তারপরে
তারপর...

এবার জলকে ডেকে নাও ওসব স্মৃতিচিহ্নে

1 কমেন্টস্: