কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

০৬ কাজল সেন

নীল মাফিয়া
কাজল সেন



কখন যে আকাশ থেকে থোকা থোকা নীল নেমে এসে
ঘিরে ধরেছে আমার ফেজ টু আবাসনের ৩০১ নম্বর ফ্ল্যাট
আর খোলা ব্যালকনির হাওয়ায় ভাসিয়ে দিয়েছে
আলট্রা ভায়োলেটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
সেই ছোটবেলা থেকে শুনেছি
চোখ নাকি খুব ভালো থাকে পর্যাপ্ত ভিটামিন এ-র দৌলতে
আর নাভিতে খুব কষে সর্ষের তেল দিলে
একদিন খুলে যায় দিব্যদৃষ্টির চোখ

পাশের ফ্ল্যাটের লছ্‌মী একদিন খুব মিষ্টি করে বলেওছিল
দাদা আপনার চোখদুটো না দারুণ সুন্দর
অনেকটা সেই যে গো
তরুণকুমারের দাদা অরুণকুমারের মতো

ভিটামিন বি আর সি-র অভাবে ভুক্তভোগী আমি
সেকেন্ড ফ্লোর উচ্চতার ব্যালকনি থেকে দেখি
শরীরের মাপজোক কীভাবে বদলে যায় রিখটার স্কেলে
আর সাদা মার্বেলের গুঁড়ো জমতে জমতে
কীভাবে একলা পায়ে একদিন আস্তিক ঈশ্বর

আকাশের নীল এভাবেই একদিন
আমাদের ফেজ টু আবাসনের সব পর্দায় আর বিছানায়
ঝুলিয়ে দেয়
নীল মাফিয়ার আশকারা আর বকোয়াস্‌


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন