কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

০৩ বারীন ঘোষাল

টেবিল টপ
বারীন ঘোষাল



এত অন্ধ কার
টেবিল টপে কনক খনক যা যা আলো
যাকে পুঞ্জ বলতে তোমরা
জ্বর
           তাসা      রোম    রোম
আয়নায় পারা মোছা হাই
                        নাচ পাগল               দলে নাচ
                                            সস-না ছড়ানো
বসন্তের ছবিতে এই সব স্যাবোটেজ করা হলো
ট্রেনের লাইন ফসকে যাবার বিরাম স্প্রিংগীতে

টেবিল টপ পাহাড়ে চেয়ার পেতে বসে দেখছি
বিমানের ছায়া গড়িয়ে যাচ্ছে টিলার কন্টুরে
         ৪ + ২         ৩ + ৩        ৩ + ৪     বোল
এই মাত্র কিনায় পত্রমোচন হয় না ধরো
এই ফাগুনে

হেহোলি ভাষায় ঝরাপাতার যা মানে
                      লাইন পাতানো খুলে রেখেছে জঙ্গি
                      যাচ্ছে ট্রেনের আলোকিত জানালারা
জানালা ছেড়ে দুদ্দূর পশ্চিম শিখায়
টেবিল টপের মোম গড়িয়ে থামলো 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন