দহনের দিন
সাঁঝবাতি
লাল রঙেরা বেজে উঠছে এস্রাজের তারে
সকালের মতো সিঁদুরে মেঘে
রেওয়াজে রেওয়াজ মাখামাখি
আমার গরীব আকাশমহল্লার।
তুই গা ভেজাবি বলেই
আমার স্নানঘরের গান
আমার মেঘমল্লার, তোর চান ছুঁয়ে বাজে
গমগমে চৌষট্টিকলায়।
চুম্বন দূরত্ব জমে থাকে তোর
ঠোঁটের ওপর। নরম ঘাম।
দুষ্টু রোদ্দুরে আমায় আকুল করে পুড়তে দে
আমি তোর নামেই শীৎকার নিয়ে
ঘুমোতে যাবো,
খালি, খালি শরীরে...
সাঁঝবাতি
লাল রঙেরা বেজে উঠছে এস্রাজের তারে
সকালের মতো সিঁদুরে মেঘে
রেওয়াজে রেওয়াজ মাখামাখি
আমার গরীব আকাশমহল্লার।
তুই গা ভেজাবি বলেই
আমার স্নানঘরের গান
আমার মেঘমল্লার, তোর চান ছুঁয়ে বাজে
গমগমে চৌষট্টিকলায়।
চুম্বন দূরত্ব জমে থাকে তোর
ঠোঁটের ওপর। নরম ঘাম।
দুষ্টু রোদ্দুরে আমায় আকুল করে পুড়তে দে
আমি তোর নামেই শীৎকার নিয়ে
ঘুমোতে যাবো,
খালি, খালি শরীরে...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন