কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

২৪ অজিত দাশ

দুটি কবিতা
অজিত দাশ



শিকড়ের মতো চোখ

(শায়লা হক সুমনাকে)

তোমার অন্তরালের
নাভিমূল ছিঁড়ে
বিষণ্ন আলো তুলে আনি,
মেধাবী আঙুলের
সূক্ষ্ণ সুতোয়
বুনে দিই অজস্র
কাদা-মাটি-জল।
শহর ঘেঁষা
মানুষের পর মানুষ,
ফাঁক ফোঁকরে গজিয়ে ওঠা
শিকড়ের মতো চোখ
গুমোট ঘোরে তাকালে
বুকের ঈষৎ ছলছলানি
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে।


মায়া


আলগোছে টান দিও
বেণি পাকালে সর্বনাশ হবে
এই জন্ম পাওয়া
এক চুমুক শেষ করে
আরেকটু নেশা হলে
ফণা তুলে দাঁড়াবো ভাবি।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন