কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

<<<< সম্পাদকীয় >>>>

 


কালিমাটি অনলাইন / ১০০



কালিমাটির একশত-তম সংখ্যার সম্পাদকীয় লেখা খুব একটা সহজ কাজ নয়, অন্তত আমার জন্য ব্যাপারটা যথেষ্ট গুরু গম্ভীর, ভারবহ যে কোনো পত্রিকা একশত-তম ইস্যুতে পদার্পণ করলে এমনিতেই তার ম্যাচিওরিটি নিয়ে প্রশ্ন  তোলা যথেষ্ট অবান্তর বলে মনে হয়, তার ওপর সেই পত্রিকা যদি হয় কালিমাটি’, অনেক নিবিষ্ট-মনা পাঠক শ্রোতাই মাঝখানে পথ করে দিয়ে দুদিকে সরে দাঁড়াবেনকারণ এই বাজারে একটা লিটিল ম্যাগাজিনকে অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে পথ সুগম করে নিতে হয়এক আর দু’নম্বর হল -  অনেক বেদনা, সহিষ্ণুতা, দায়বদ্ধতা এবং সর্বোপরি অনেক অনেক পরিশ্রমের মাইলস্টোন স্পর্শ করার হিডেন অর্থাৎ লুকোনো গল্প রাখা থাকে পত্রিকার ক্ষেত্রেকালিমাটি’র অতীত সেই ইতিহাস অনায়াসে পার হয়ে এসেছে

‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের শততম সংখ্যা অশোক তাঁতী স্মরণ সংখ্যা’এই ব্লগজিনের সঙ্গে অশোক তাঁতী যুক্ত ছিলেন দীর্ঘদিন। অশোক ব্লগজিনের প্রায় প্রতিটি সংখ্যায় একটার পর একটা ঝুরোগল্প লিখে গেছেনব্লগজিনের অন্যতম উপদেষ্টা প্রয়াত সমীর রায়চৌধুরীর কলকাতার বাড়িতে সম্ভবত ২০১৩ সালে আমি ও অশোক গেছিলাম। সমীরদা ঝুরোগল্প সম্পর্কে বিশদ আলোচনা করেছিলেন। বলেছিলেন, গল্পের বিভিন্ন ভাষা, বিষয়, দর্শন, নানান আনুষাঙ্গিকতা থাকতেই পারে, কিন্তু আঙ্গিক একটাই - অর্থাৎ গল্প ঝুরো হতে হবে, গল্পের  কোনো পরিণতি থাকবে নাঅশোকের লেখা কী কেমন, নতুন করে তা নিয়ে বলার কিছু নেই, কিন্তু একথা ভীষণ সত্যি, অশোকের লেখালেখি নিয়ে বলতে গেলে সমীর রায়চৌধুরীর কথা উঠে আসবেইহতে পারে অশোক তাঁকে অসম্ভব শ্রদ্ধা করতেন, পড়তেন, শিখতেন, ভাবতেনসম্পূর্ণ জারিত হয়ে পরিশেষে যা লিখতেন যেভাবে লিখতেন - তাইই হল অশোক তাঁতী ঘরানাসেখানে কোথাও কোনো বায়োপিক ছিল নাবহুবার বহু লেখা অশোক পাতার পর পাতা একটানা লিখে পর মুহূর্তেইকিছু হয় নি’- বলে ছিঁড়ে ফেলেছেনহ্যাঁ, অনেক  সৃষ্টি শুধু এইভাবেই হারিয়ে গেছেতবুও তারপরও যা রইল, বাংলা সাহিত্যে সেগুলো নিজ অধিকারেই ইতিমধ্যেই পাকা জায়গা করে নিয়েছে২০১৬ সালে নিখিল ভারত বঙ্গ সন্মাননা প্রাপ্তি ও ২০১৮ সালে রাইকমল পুরষ্কার প্রাপ্তিই শুধু নয়, অনেক সাহিত্য প্রেমীর ভালোবাসাই উক্ত কথার প্রমাণ করে।

‘কালিমাটি অনলাইন’ ২০২১ মার্চ সংখ্যায় অশোকের লেখা শেষ ঝুরোগল্প  প্রকাশিত হয়, এপ্রিলে তিনি প্রয়াত হনএক ফুঁয়ে প্রদীপ যায় নিভে

‘কালিমাটি অনলাইন’ শততম সংখ্যায় দিল্লী, কলকাতা, দুর্গাপুর, ক্যালিফোর্নিয়া থেকে অশোক তাঁতী স্মরণে ব্যক্তিগত অনুভব কেউ কবিতা, কেউ গদ্য, কেউ বা নিবন্ধ, আবার কেউ কেউ সাধারণ কথোপকথন আকারে ব্যক্ত করেছেনছবি  এঁকে পাঠিয়েছেন অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।

ঝুমা চট্টোপাধ্যায়

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : 

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com 

দূরভাষ যোগাযোগ :           

08789040217 / 09835544675 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 

 

 

 



2 কমেন্টস্:

  1. Ei vabei parosporik valobasa ror jabe. Tomader জন্য valobasa roilo.

    উত্তরমুছুন
  2. সম্পাদক হিসেবে ধন্যবাদ জানাই।
    পত্রিকার সঙ্গে জুড়ে থাকুন।

    উত্তরমুছুন