![]() |
| কালিমাটির ঝুরোগল্প ১৪২ |
ক্রিসমাস
- দুটো ক্রাসড হ্যান্ডমেড পেপার আর দুটো গ্লিটার শিট দিন।
- এই নিন।
- সঙ্গে একটা গোল্ডেন এমব্রয়ডারি
থ্রেড দেবেন। দু মিটার।
- দিয়েছি। একসঙ্গে প্যাকেট করে
দেব?
- হ্যাঁ। কত হল?
- একশ।
- এই নিন।
জিনিষগুলো নিয়ে সুকান্ত কোনমতে ঐ হাঁসফাঁস ভিড়ের মধ্যে থেকে দোকানের বাইরে বেরোল।
এক মহিলা জিনিষগুলো কেনার সময়
সুকান্তকে দেখছিল, সে এবার সুকান্তর পাশে এসে দাঁড়াল। এই ক্রিসমাসের শীতেও ভিড়ের
চাপে সুকান্তর কপালে ঘাম জমে গেছিল, সেটা মুছতে মুছতে ও জিজ্ঞেস করল,
- কিছু বলবেন?
- আপনি রিয়ার বাবা তো?
- হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনতে
পারলাম না!
- আমি শ্রেয়ানের মা। আমার নাম
ইতি। আমার ছেলে আপনার মেয়ে একই ক্লাসে পড়ে। কিছুদিন হল দেখছি আপনি মেয়েকে ছাড়তে
আসেন, নিতে আসেন। আপনার মিসেসের কি কোন সমস্যা হয়েছে?
- একটা ছোট অ্যাক্সিডেন্ট। বাথরুম
থেকে পড়ে গেছে। ডাক্তার বেশি মুভ করতে বারণ করেছে।
- ও হো, খুব মুশকিল! কিন্তু আপনি
ম্যানেজ করছেন কী করে? আপনার অফিস?
সুকান্ত একটু হাসল। ওর বলতে ইচ্ছে
হল যে হঠাৎ করেই ওকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কোর্টে কেস চলছে, তাই আপাতত কয়েক
মাসের জন্য বাড়ির কাজ ওর ঘাড়ে চাপানো। কিন্তু না, এসব বললে মেয়ের স্কুলে অনেক রটনা
তৈরি হবে।
- আমাকে আপনার বন্ধু হিসেবে সব
খুলে বলতে পারেন।
ইতি ওর বাঁ হাত সুকান্তর ডান হাতে
রাখল।
- এই যে এত ওয়ার্ক এডুকেশনের কাজ,
আপনি করছেন।
- মেয়ের হাতের কাজ আমিই করি, আমার
ওয়াইফ পারে না।
দেরি হয়ে যাচ্ছে। আজ রাত্তিরে ক্রিসমাস স্টার তৈরি করে কাল সকালে মেয়ের হাতে স্কুলে পাঠাতে হবে। সুকান্ত ইতির হাতের ওপর আলতো দুটো টোকা মেরে বলল, চলি বন্ধু, কাল সকালে স্কুলে দেখা হবে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন