কবিতার কালিমাটি ১৩৩ |
কাছে অথবা দূরে
উষ্ণ বাতাসও রগুড়ে, নতুন শসার চিকন শরীর দোলে…
তারপর?
খাঁ খাঁ মাঠ থির থির কাঁপছে কারো বুকের রোমের মত,
কাছে অথবা দূরে-
প্রাণ মুচড়ে ধ্বনি দেয় বিপজ্জনক হাওয়া আর মৌমাছিদের
গান।
আমি নিশ্চিত পরস্পরকে পেয়ে যাব একদিন
কোনো এক তিথিডোরে
স্পষ্ট দেখছি গোড়ার দিকে পাথরে লেখা দুটো নাম আছে একই সময়ের
দুটো ঠিকমত পড়া যায় না, আমি পারি
দ্বন্দ্বও মধুর
যেন মরুর সুপ্রভাত
কখন উঠবে কাঠফাটা ভোর
কাগজের মত মাঠ… খারিফের জন্মদিন মনে রেখে
লাঙল এগোয় শেষমেষ
এ পোড়া গরমে আর কে ভালো আছে?
গাঙ বেয়ে ধার করে আনা ছোট্ট ডিঙিটার মত জীবন চলে
খোঁড়া অজুহাত অনেক
খোঁড়া পায়েই লাফাচ্ছে, ঘুরে ফিরে আরও কত বেফিকির
কথা।
দ্বন্দ্বও মধুর হয় সংঘাতে।
মুক্তি
(১)
শেষ রাতের এলোঝড়ে হিমেল পরশ ছিল, দেহ ছুঁতে আসা
শরৎ হিম
শীতকাতুরে হয়ে সুতির চাদর হাতড়াই
ততক্ষণে পাশে রাখা লুড়োর গুটি
পায়ে লেগে ছড়িয়ে পড়েছে ঘরময়
সংসারের জঙ্গল থেকে সেও প্যারোলে মুক্তি খোঁজে
বারংবার
আর অসূয়া থেকে আমি…
(২)
চলতি বাজার বিষে মরে যাওয়া গোদামজাত ইঁদুরগুলো
দেখি আর ভাবি
একদিন খিদের জেরে ট্রামলাইন পেরোতে সক্ষম হয়েছিল
এরা
ভুল সময় থেকেও শেখা যায় কিছু…
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন