কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

স্বপন রায়

কবিতার কালিমাটি ১২৬

 


নীল কমলালেবু       

 

(১)

 

কমলা আর রঙের সামান্য দূরেই

চোখ আর জিভ

 

আস্ত একটাই খুনের ঘটনা ছাড়াবার সময়

কমলা

জিভ

চোখ জড়িয়ে গেল

 

গন্ধটা হাসপাতালের, আহ্‌ জড়িয়ে গেল

 

(২)

 

কমলা সাধারণতঃ তর্কে পাওয়া যায়

ভিটামিন-সি

 

কমলার পরেই দাঁত, ক্যালসিয়াম আর আমাদের

গম্য কাফেটেরিয়া

 

কমলা কিনলেই যে এসব হবে, তা নয়

কবিতা আগে মেয়েদের নাম হত

কবিতা এখনো

লিখলে

 

কমলা এই দূরত্বগুলোয় বেশ আদল দিয়েছে

নিংড়ানোর

 

(৩)

 

ছবি থেকে ছিটকে ওঠা খোসা

হতে পারে

কমলার, নাও হতে পারে

 

ছবি আঁকা আর তোলা যে এক নয় এ কথা বলেই

আমি লাফ দিয়ে বাসে উঠলাম

 

ছিটকে উঠলাম, হতে পারে

নাও হতে পারে

 

কমলাকে লেবু বানানো লোকটাই কলকাতায় আলো জ্বালাতো

গ্যাসের আলো

খোসা

অনেক অনেক খোসা ছাড়িয়ে দিত

রাত থেকে

 

কমলা, ও কমলা এই ডাক এখনো লেগে যাচ্ছে

ছবি আঁকার সময়

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন