কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

নীলাব্জ চক্রবর্তী




পাইনঅ্যাপল কেক ভালোবাসি

হাইওয়ে বরাবর শীত সরে
ছোট গলির ভেতর
দুঃখিত
আমি তোমায় পাইনঅ্যাপল কেক
ভালোবাসি
লেমন সবুজ প্যান্টির স্বাদ
অর্ধোত্থিত শব্দটার মধ্যে ভাসতে থাকা
হেলানো বিকেল
তুমি আমার ডিসেম্বর
ফেলে দিচ্ছ
পূর্বনির্ধারিত সে তারিখ
শীতাতপ নিয়ন্ত্রিত একটা ফালতু মুভির ভেতর
সম্মতি
এক তীব্র উৎসবের থেকে দূরে
বুদ্বুদ
রঙ করা হলো...


কাঁচের গায়ে কাঁচ 

সে আর তার রঙিন ছায়া
কোঁকড়া শব্দগুলো নিয়ে
নির্মাণের মধ্যে
ঢুকে পড়ছে আর পেরিয়ে যাচ্ছে
স্পেস
কবিতার ডালপালা
ফ্যাকাশে মাংসের গায়ে বিঁধে রাখা সুর
এভাবে
আঙুলের ডগায় যতোটুকু বিশ্বাস রেখেছে
ফ্যালাসি রেখেছে
মোমের এসব দিন
কেটে যাওয়া ভাষার মধ্যে
ঘুরঘুর করতে করতে দেখি
কেমন কাঁচের গায়ে কাঁচ লেগেছে...


টাইম মেশিন

শরীরের মধ্যে চলে যাওয়া
দীর্ঘ এক ঋতু
কোন সেতুর সাথে ভেসে উঠলে
টাইম মেশিন
অথচ
কেউ অ্যাকশন বলবে কখনও
অপেক্ষার হরফে হরফ ঘষবে
মাংসের কাছে এসে
দেখবে
কীভাবে ক্রিয়াপদ হয়ে উঠছে এই স্নায়ু...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন