কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

ওয়াহিদা খন্দকার


শীতকালীন একগুচ্ছ

    
(১)


ধোঁয়া ওঠা শীতের সকাল। বাসন আর কাপড় ধুতে আসে পুনম, রোজ। স্নান শেষ হলে, কাচতে যায় এঁটো বাসি। মা মনেকরে বলে, ‘পুনম হাত বাড়িয়ে গিজারটা অফ করা দাও তো!’


(২)  


পাহাড়, নদী, সমুদ্র সব এখন জুড়ে আছে। দিররাত পিকনিক। হয়তো কৃষ্ণকায় মৃগ শিকারও। অথবা কেউ শুধু ভোলার অছিলায় পড়ে চলেছে জীবনানন্দের ‘শিকার’


(৩)  


শীতের সূর্য কোলে আসে সাবালক হয়ে। পাহাড় খুঁজি, ভিটে আলগা করতে। টাইগার হিলে সূর্যোদয় দেবতার মতো। আমি কিন্তু দেখেছিলাম কফি হাতে রমণীয় সুপ্রভাত। অন্য সূর্যোদয় দেখার সুযোগ হয়েছিল সেদিন।


(৪)  



নলিনী পৌষমাস। নলেন গুড়ে মেতে উঠছে লক্ষ্মীরা। শিখছি সবাই নতুন পিঠের রেসিপি। আর লক্ষ্মীছাড়ারা মিড ডে মিলে পিঠের বানান শেখে মাত্র।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন