কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৪ চিত্রা বন্দ্যোপাধ্যায়

ঘুম
চিত্রা বন্দ্যোপাধ্যায়


ঘাগুলো থেকে চুঁয়ে পড়া রক্ত পূঁজ
আর জ্বালা সব জড়ো করে
ঠোঙায় মুড়ে ফেলে দিলাম
অনেক অনেক দূরে –- দৃষ্টির অদৃশ্যে –-
গোলাপের গন্ধ নড়ে চড়ে বলে উঠলো
আমাকেও কি –-

চমকে উঠলাম –-
তারপর আর একটা মোড়কে তাকে পুরে
ভালো করে দলা পাকিয়ে
ছুঁড়ে দিলাম শূন্যে
মাধ্যাকর্ষণকেও কাটিয়ে সে চলে গেল

এবার আমি নিশ্চিন্ত আরামে ঘুমোবো।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন