শ্রমণতা
রুণা বন্দ্যোপাধ্যায়
শ্রমণ আঙুলে দর্পণহীন ব্যাকরণ। করণের গায়ে এত স্মৃতার্ত ছাপ। বিন্যাসের ভেতর লতিয়ে উঠছে অবিন্যস্ত অক্ষর
পারাহীন রহস্যে মোড়া এই চলমান লিপি কার কথা লিখে রাখে? কোন্ লেখমালা থেকে গড়িয়ে পড়ে পাথরকোঁদা বীজ
বোধিসত্ত্বের কপালে যেদিন ঘর ছাড়ার স্বত্ব লেখা হলো, আমি সাধ্যমতো ধাক্কা দিয়েছি তোমার শীতার্ত সিংহাসনে
মুখ ফিরিয়ে রাখলেই দেখাটা উহ্য হবে এমন তো নয়। বিচ্ছিন্নতার দায় তোমারও কিছুটা
শুধু যদি বহনের জন্যই এতটা বাহিত হতে পারো, তবে কেন পাখিদের ঠিকানা মিলছে না
উষ্ণতা খুঁজতে বেরিয়ে এত যে পরিযায়ী যাপনের পাল্লা দিচ্ছ, কোথায় লিখবে তার ভিক্ষুকাহিনী
আমাদের সিদ্ধার্থরা প্রতিদিন ঘরছাড়া। জন্মান্তরহীন বার্তা নিথর দাঁড়িয়ে থাকে প্রতীকের পাশে। মধ্যবিত্ত নদীর গায়ে লাগে দার্শনিক শ্রমণতা
রুণা বন্দ্যোপাধ্যায়
শ্রমণ আঙুলে দর্পণহীন ব্যাকরণ। করণের গায়ে এত স্মৃতার্ত ছাপ। বিন্যাসের ভেতর লতিয়ে উঠছে অবিন্যস্ত অক্ষর
পারাহীন রহস্যে মোড়া এই চলমান লিপি কার কথা লিখে রাখে? কোন্ লেখমালা থেকে গড়িয়ে পড়ে পাথরকোঁদা বীজ
বোধিসত্ত্বের কপালে যেদিন ঘর ছাড়ার স্বত্ব লেখা হলো, আমি সাধ্যমতো ধাক্কা দিয়েছি তোমার শীতার্ত সিংহাসনে
মুখ ফিরিয়ে রাখলেই দেখাটা উহ্য হবে এমন তো নয়। বিচ্ছিন্নতার দায় তোমারও কিছুটা
শুধু যদি বহনের জন্যই এতটা বাহিত হতে পারো, তবে কেন পাখিদের ঠিকানা মিলছে না
উষ্ণতা খুঁজতে বেরিয়ে এত যে পরিযায়ী যাপনের পাল্লা দিচ্ছ, কোথায় লিখবে তার ভিক্ষুকাহিনী
আমাদের সিদ্ধার্থরা প্রতিদিন ঘরছাড়া। জন্মান্তরহীন বার্তা নিথর দাঁড়িয়ে থাকে প্রতীকের পাশে। মধ্যবিত্ত নদীর গায়ে লাগে দার্শনিক শ্রমণতা
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন