সূর্যাস্তের জাদু
রং, রং, রং! প্রকৃতি যেন রঙ ছড়াতে খুবই অকৃপণ। আর যখন সূর্য ডোবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের ওপর অথবা ওন্টারিও লেকের মতো কোনও সুবিশাল সরবরে… আমি একেবারে বাকরুদ্ধ! হৃদয় থেকে উপচে পড়ে শক্তি চট্টপাধ্যায়ের ‘ধূসর পাণ্ডুলিপি’ গ্রন্থের অমর উদ্ধৃতি-
“হে প্রেম, হে নৈঃশব্দ্
তোমাদেরই মধ্যে আমি খুঁজে পাই আশ্রয়।”
যেন গোধূলি পেরিয়ে মন ছায়া-আশ্রয় খুঁজছে!

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন