কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২০


অস্তিত্ব

 

এই যে বেঁচে আছি

সেটাই অস্তিত্ব ঈশ্বরের

শুধু নিংড়ে নিংড়ে লিখে যাওয়া

তাই তো পুজো শেষ হয়ে গেলেও

ঘটের নিচের ধান থেকে গজিয়ে ওঠে

কচি সবুজ ঈশ্বর।

 

পরিণাম

 

হাতে চায়ের কাপটার মতো ঠিক নয়

সাদার সাথে খুব হাল্কা সবুজের

মায়া মেশানো আছে দেওয়ালটায়

ওতে বসে থাকা প্রজাপতিটার দিকে

শিকারী পায়ে এগিয়ে আসা টিকটিকিটা

কিছুটা এসে হঠাৎ থেমে যায় --

যেন ধূপ রঙের প্রজাপতিটার রূপ দেখে

সে তার সহজাত অভ্যাসটাই ভুলে যায়।

 

স্বপ্ন

 

আমার ঘুমের উপর এমব্রয়ডারি করে

কিছু ক্ষণজন্মা পাখি

তাদের প্রতিভার থেকেও

অধিক ভারি মনে হয়

আমার নুয়ে পড়া মাথা

অন্ধকারের মাচা দিয়ে

কোনরকম  সোজা রাখি তাকে

তেরছা আলোয় দেখি

আমার ঘুমের উপর ঝুপঝাপ

আত্মহত্যার প্ররোচনা মেশানো বিশাল সমুদ্র

আমি চোখ মেলতে চাইলে

পাখিরা চোখে ঢেলে দেয় উষ্ণ সোনালী বালু।

 

 


1 কমেন্টস্: