হাওয়াবাতাস
ভেজা মাংসের ভেতর
নিজেকেই পরে নিচ্ছি
এই তো নগ্ন এক আয়না
কার ফ্রেমে
স্মৃতি ঘষতে ঘষতে
জানলার গায়ে জানলা
বাক্সভর্তি একেকটা দিন
উপচে
যাতায়াতের সবটায়
এলিমেন্টাল স্ত্রীয়াম আপ স্ত্রীয়াম ঈপ
ভাঙা ভাঙা শব্দ
কবিতার ভেতর
এদিক-ওদিক থেকে
কাদের হাওয়াবাতাস ঢুকে পড়ছে...
স্মৃতি
স্নায়ু করছে
মাংসের কোয়া ঘষে ঘষে
বড়ো হচ্ছে ভেজা উইথড্রয়াল
অর্থাৎ
সুগারকোটেড একটা নীল রঙ কার
দেওয়াল থেকে দেওয়ালে
বৃষ্টির ছায়া পড়ছে
শুধু
মিশ্র
বৃন্ত
বিস্ময়
ক্ষেত
মাধ্যম
পপিফুল
ধাতু ভেবে
সিনট্যাক্স ছিঁড়ে ফেলছে স্মৃতি...
আমি খুব মেইনস্ট্রিম
গান খুঁজতে খুঁজতে আমি
খুব মেইনস্ট্রিম কথাবার্তায়
পাখিভর্তি এতো ব্যবহার
ঝুঁকে আসতে
দেখি
চিনতে পারছি না এই প্রিল্যুড
মিস করছি
আর বারবার বলছি তো
বাষ্প বানানে দ্বিধা ছিল
দ্বিধা বানানে বাষ্প ছিল
যে সেতু এক তছনছ
যে গোলাপী ইশকুল
কোন স্বাদের জিভে আটকে আছে
আজ আবার দাঁতে ঋতু কাটার কথা হচ্ছে অথচ...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন