জিরো বাই সামথিং
-জল দিয়ে না কোল্ডড্রিঙ্কস দিয়ে?
=দুধ দিয়ে
-শালা... আমি মাল... ওহ্... কফি খাবি... নিজে বানিয়ে নে যা...আমি পারবো না...
=আচ্ছা ওয়েট...
-আমিই, বানিয়ে দিচ্ছি... হাসার কী হল?
=না, কিছু না...
তুই গ্যাস জ্বালাতে পারিস? আই মিন... কফি...
তুই...
-ওহ্ হ্যালো,
বছর দুয়েক হল, আমি এখানে একাই থাকি। আমাকে লেগপুল করার স্বভাবটা আর গেলো
না বল...
=একটা প্রবাদ আছে,
জানিস তো, স্বভাব যায় না মরলে।
-হ্যাঁ,
এই যেমন তোর জ্ঞান দেওয়ার স্বভাবটা গেলো না এখনও!
= মদটা আর ছাড়তে
পারলি না?
-আমাকে মদ ছাড়লো
না!
=দাঁত কেলাস না
তো শালা! লাইফের কোনো পসিটিভিটিই তোর চোখে পড়ল না বল?
-আর কিছু?
=নাহ, তোকে তো
কোনোদিনই... আর তুই বোধহয়, আমাদের কথাটাই
শুধু শুনলি না..
-তুই, এখানকার অ্যাড্রেস কোথায় পেলি?
=শ্যামবাজারের
বাড়ি গেছিলাম তোর। কাকিমার
হাতের চাউমিনের স্বাদটা একই রকম আছে।
-হমম... সবকিছু এক থাকতে থাকতেই তো, বেরিয়ে এসেছি। না হলে অন্য কোনো নতুন গোলকধাঁধা... আর কী...
= তবু তুই,
কোনোওদিন দাঁড়িয়ে থেকে ইনেশিয়েটিভ নিয়ে, সিচুয়েশানটা
চেঞ্জ করার কোনো চেষ্টাও করলি না!
-হু অ্যাম আই?
=সে জানি না...
তবে তুই অনেক কিছু হতে পারতিস।
-কতটুকু জানিস
তুই মোটা? কতটা বুঝিস?
=সব জানা বোঝার
ঊর্দ্ধে গিয়ে, তোকে একটা
কথা বলি... বিশ্বাস কর... অনেক কিছু হারিয়ে গেছে। শূন্য হয়ে যাওয়ার আগে, একবার অ্যাটলিস্ট...
-মানে ?
= চৈতিও এসেছে
এখানে। সেবার
শান্তিনিকেতন থেকে কিছু বোধহয় এনেছিল তোর জন্য। CMC-তে অ্যাডমিট আছে। বেড নম্বরটা দরার হলে sms করে দেব...
আর হ্যাঁ... তোর ওই.... না থাক...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন