কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১ জুলাই, ২০১৮

সোনালি বেগম




ইচ্ছে-নদী


পর্বত-শৃঙ্গ ভেঙে ভেঙে বস্ত্র হরণপালা
সর্ষেখেত কাপাসতুলোমাঠ কিছুটা অবাধ্য হাওয়া
ইচ্ছে-নদীর দুরন্ত উচ্ছ্বাস ক্যারাভান-শক্তি-উৎস
মিঠে আতর মিষ্টান্নে
ডানায় ভর দিয়ে দেশান্তর
তালাবন্ধ ঘরের ধুলোমাখা আসবাব
এলোমেলো জ্যোৎস্নারাত ট্রেন ফিরে যায়


কণ্ঠস্বর


স্থির আয়নায় শীতল মুখদর্শন
শৈশবজানালায় ঘরভর্তি শব্দ হাতাহাতি
অপেক্ষমাণ আলোঅন্ধকার বাঁশবন হুতুমপেঁচা
সেতু-নির্মাণ দিগন্ত পেরিয়ে
বার-বার ফিরে আসছে সেই কণ্ঠস্বর।
খোলা হাওয়ায় মাঘমন্ডলব্রত ––––
ভরা মাঘমাস কুমারী মেয়েরা
              বনের ফুল দূর্বাঘাস হাতে
              বাড়ির উঠোনে কুলগাছের ডাল রোপণ



টান-টান নীলশাড়ি


দিনের আলোয় মুছে গেল পথ
বাড়ির নম্বরও
        অতল সমুদ্র ডুবসাঁতার ঢেউ।
লতানে গাছে গুচ্ছ গুচ্ছ ফুল নাম-না-জানা
ছদ্মবেশি দরজা জানালা মেঝের কারুকাজ
সজল মাটি ঘাসগুল্ম টান টান নীলশাড়ি
বিস্তৃত আকাশ হাতছানি ভাসমান সাদামেঘ।
সেই পুরোনো খেলা পুরস্কার অথবা শাস্তি রাত্রির অন্ধকারে
দাউ দাউ আগুন
নদীর গতিপথে রংবেরঙের পাথর তারার আলোপথ।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন