কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ধীমান চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১৪০


ভবিষ্যতের - জানলা

 

সকাল বা রাত।

অস্পষ্ট কলকাতায় হাঁটা।

পিছনে একটাও মুখ 

দেখতে পাই না।

আশ্বিন চলে গেছে।

সারা সপ্তাহ জানলা।

সমুদ্রে বসে আছে।

পূর্ণিমা, আরাম কেদারা ও

ঘূর্ণিঝড় দেখবে বলে।

আজ টেবিলে বসে

চা পানে ব্যস্ত।

ছোটবেলায় ভবিষ্যতের

কিছুই দেখতে পায়নি।

কাচ শহর থেকে বেরিয়ে।

জানলা মহাজীবনে

নিজের মুখ দেখে।

 

মাঝামাঝি - জানলা

 

স্বপ্ন ঘুমাতে পারেনা।

মৃতের কাছে প্রার্থনার

কোন মূল্য নেই।

নিচু হয়ে কুর্নিশ

শিখছে আশ্চর্য।

এ ছাড়াও মহাজীবন।

ইদানিং আলো

অনেক বাড়তি হয়েছে।

জানলার প্রতি মূর্তিতে

হেঁটে যাওয়ার গল্প।--

সিগারেট টানতে টানতে এগোয়।

মাঝখানে চুপচাপ

দাঁড়িয়ে আছে জানলা।

 

অজানা - জানলা

 

আয়না কিরকম!

আজও জানতে পারলো না।

যখন আর বৃষ্টি

দেখা যায় না।

পাহাড়ের বরফ

দেখা যায় না।

জানলা মনে করে,--

সেটাই আলোর শ্রেষ্ঠ অনুবাদ।

স্যুপ ঢালতে ঢালতে।

ভেঙে পড়া পেয়ালার

কথা ভাবছে মুরশিদ।

ওয়াইপার দিয়ে

লাবণ্য পরিষ্কার করে।

হয়তো অনন্ত ও

পরিষ্কার করে।

জানলা জানে না।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন