কবিতার কালিমাটি ১৩৪ |
শুয়োর
আজ আমি শুয়োরটাকে দেখতে পেলাম আমার ভেতর
হ্যাঁ
ওটাকে পেলেপুষে বড় করেছি আমিই
সত্যি নিজেকে এতদিন ভালমানুষই ভাবতাম
আর জানো তো ভালমানুষের ভেতর কী কী থাকে
জ্ঞান সততা শ্রদ্ধাবোধ
হ্যাঁ শ্রদ্ধাবোধ
সমস্ত কিছুর প্রতি শ্রদ্ধাবোধ
পরিবার
বিয়ে
বিস্ববিদ্যালয়
বেশ্যালয়
রাষ্ট্র
জাতিসংঘ
কম্যুনিজম
ক্যাপিটালিজম
কবিতা
হ্যাঁ আমার কবিতার ওপরও তোমার শ্রদ্ধাবোধ থাকা
উচিৎ
কিন্তু
এখন এই শুয়োরটাকে নিয়ে কী করবো
আমারই শুয়োর
আর তুমি কি নিশ্চিত
যে তোমার ভেতর কোন শুয়োর নেই
টয়লেটের কবিতা
আশ্চর্য উনি ওনার লাখ টাকার বাড়িতে
লাখ টাকা খরচ করে
বানালেন
লাখ টাকার টয়লেট
এখন বিরক্তকর কোন গন্ধ উনি পান না
উনি সন্তুষ্ট
আশ্চর্য
দূরে থেকে নিচে থেকে
আমরা গন্ধ পাচ্ছি
টাকার গন্ধ
মলমুত্রের গন্ধ
রক্তের গন্ধ
আশ্চর্য
আমাদের দেহে রক্ত আছে
টের পাচ্ছি
সভ্যতা
হাক্সলিকে আপনি পছন্দ করতেও পারেন নাও পারেন
হ্যাঁ
এই লোকটাই তো বলে গেল কুকুর আর বানরের মধ্যে
ততটাই মিল
যতটা মিল বানর ও মানুষের মধ্যে
এখন
আপনার উচিৎ হবে না বানরদের নিয়ে কটুক্তি করা
আর
সত্যি আপনি পারেন কুকুরগুলোকে আরেকটু আদর করতে
আর
নিজেকে বিশ্বাস করুন
উৎপত্তি ও বিকাশের ধারায়
মানুষ
সমাজবোধসম্পন্ন প্রাণি হিসেবে আজ অতোটা নিম্নস্তরে
নেই আর
ড্রাগ আর ছুরির কবিতা
সে ড্রাগ নেয় আর ভালোবাসে
তার আছে
ছুরি
আর প্রেমিকা
ছুরি একটা
প্রেমিকা অনেকগুলো
অনেকগুলো প্রেমিকার জন্য
একটা ছুরি
হ্যাঁ
একটা ছুরি
আর এটা একটা চ্যালেঞ্জ
আর
আপনি কতোটা প্রেমিক
এটা বোঝা যাবে
এই চ্যালেঞ্জ
আপনি কতোটা নিতে পারছেন তার ওপর
কী হবে আমাদের ভালবাসার
আমার বাবা এবং আরও অনেকে সুচিত্রা সেনকে ভালবাসতেন
আমিও সুচিত্রা সেনকে ভালবাসতাম।
গতকাল উনি মারা গেলেন, একটাও গুলি না ছুঁড়ে, কেবল
ঠোঁটের কোণায় হাসিটুকু রেখে,
স্বেচ্ছায়। গতকাল
বা আজ
ব্যাপারটা তো একই, এক অতুলনীয় নিয়মতান্ত্রিক জ্যোতির্বলয়।
কিন্তু কেন উনি মারা যাবেন?
ওনার মূর্তি তো এখনও অক্ষত
হ্যাঁ
ওনার মূর্তি নিয়ে এখন টানাহ্যাচড়া হবে হয় তো
ওনার কুয়াশা
ওনার হাঙর--
কি বলবো, আমার এই ন্যাংটো ন্যাংটো কবিতার দিকে
তাকাতে পারছিনে
মাথার ওপর শাই শাই করে পাক খাচ্ছে
সাদা বকের ঝাঁক
অসাধারণ
উত্তরমুছুন