কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১০২


সবুজ বাতি


রাতের কোলে অতন্দ্র চোখ ফেলে রাখি। একটি সবুজ বাতি তার অস্তিত্ব হয়ে শিয়রে বসে থাকে নির্ঘুম রাতের শেষপ্রান্ত অবধি। একী স্বপ্ন, না তৃষ্ণা? কেন সবুজ বাতির  সাথে তার পাসপোর্ট সাইজ ছবিটি এমন জীবন্ত মনে হয়? মনে হয় বুঝি চোখ দুটি উঁকি মেরে আমার দিকেই চেয়ে আছে! হাসি হাসি মুখে গভীরভাবে আমাকেই দেখছে, বলছে কিছু।

সর্বসত্তায় আদিম ঘোড়ার চঞ্চল্য নিয়ে মন ছুটে যায় সেদিকে আর দিকশূন্যহীন  মোহ আমায় ভেঙেচূরে দিতে থাকে! অভিনব এক শিহরণে আমূল কাঁপতে কাঁপতে সব অভিমান ভেসে যায়, মুছে যায় প্রতিশোধপ্রবণ জিভের বিষে নীল হওয়ার কাতর  স্মৃতি। অপরিমেয় তৃষ্ণায় চুমু খেতে খেতে বলি কোথায় তুমি… এসো এসো এসো…

রাত্রি পাতা ওল্টায়, আমি কথার ডালি সাজাই। সবুজ বাতি গ্রীন সিগনাল দেয় না,  বরং একচক্ষু সাইক্লোপস-এর মতো নিষ্ঠুর নীরবতায় স্থির হয়ে থাকে আর আমার  চুমুগুলো খসে খসে পড়ে!

হায় নীরব কথামালা জমে পাথর হয়ে গেলে কি? হায় জলজীবন, না লেখা যন্ত্রণা, জীবনের ক্লেদ-রক্ত-পূঁজ উগড়ে ওঠ, সমূলে আছড়ে পড়ো আর মুক্তি দাও! মুক্তি দাও সকল লাঞ্ছনা আর ক্ষয়ে যাওয়া থেকে। শোকের পাতা ঝরাতে ঝরাতে ন্যাংটো হয়ে গেছি পর্ণমোচী বৃক্ষের মতো।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন