কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১০৯


শ্রীঘরমুখি হাইপাররিয়ালিটি

 

(১)

 

আমার এই বংশগতি শ্রীঘরের দিকে~

ঔদার্য মাখা তুলতুলে হাঁসের পালক

উদ্বায়ী সমাধান তেঁতুল পাতায়

 

সূর্যের রশ্মি ধরে খেলছে

হাতে গ্লাভস মুখে মাস্ক

কাটা পায়ে ঝুলছে সুখতলা

 

মনোরম। নির্জন। মনোরোগ আরাধ্য হোক

থোকা থোকা ফুল ফুটে উঠুক পায়ুপথে...

 

(২)

 

কবিতা কবিতা খেলায় একটা সংশয়

সংশ্লিষ্ট দপ্তরে উড়ে যাবে

 

এক অজানা স্রোত অনাদিকাল ভাসমান

আভাসপ্রবণ দূরারোগ্য পারাপারে

 

এমনও তো হতে পারে ওরাই শ্রীঘর ছেড়ে

স্বাধীন স্বাধীন পতাকা পরাধীন বাতাসে ওড়ে

ছেলের হাতের মেওয়া

 

(৩)

 

তিল থেকে তাল বরাবর বাঁশ

ঠোঁটে তবুও বাঁশি বাজছে~

 

(৪)

 

আমাদের পাঠশালা ইঁট-কাঠ-পাথর ভরা

ছুটছে যৌবনপোড়া তরুণদল

 

(৫)

 

খামচে ধরে পেট আর বাদুড়

মোমবাতির শিখায় হলুদ ফুল

ব্যালকনিতে স্বপ্ন; পায়ের ছাপ স্পষ্ট লেগেছিল

আমরা নয়নভরে শুঁকেছিলাম...

 

(৬)

 

পেচ্ছাবের পীতবর্ণে এইমাত্র স্বাধীনতা পেল আমার উত্তম পুরুষ

আর আমার এই বন্দিত্ব ছুটছে ধারায় ধারায়~

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন