কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১৪ মে, ২০২১

পার্থ সরকার

 

কবিতার কালিমাটি ১০৬


সদাচারে বিলাপ, ক্ষমাপ্রার্থী প্রলাপ   

  

সদাচারে বিলাপ

ক্ষমাপ্রার্থী প্রলাপ

 

সস্তার দামে

ছড়িয়ে আছে চাল রেকাবে

তবু, বিষণ্ণ লাবণ্যপ্রভা

পরীক্ষিত খেদ

 

ধাতু ক্ষয়কারক

মাঝনদীতে প্রার্থনা

অস্থির ঘোলাজলে নরম বিদ্যার্থী

 

প্রকৃষ্ট হল তবে প্রসব

কিম্বা লাল ফিতের শব

 

পরোয়া করে না সেসব

ঢিমেতালে থাকা চারপায়ী।

 

সফল এক অভিযান আর খোলা রঙ্গমঞ্চ

 

সফল এক অভিযান

বাতাসে পুতুলের বাসস্থান

 

বন্ধ চতুরাশ্রম

হাতেগোনা কাজ  পুরোদমে সশ্রম

 

খোলা জাদুকর

বিচ্ছিন্ন সংলাপে এক প্রশ্রয় ক্ষতিকর

 

বিবিধ ছাড়পত্র

বায়বীয় আহার তাম্রপত্র

 

দুর্বলতা স্নায়বিক

শুকিয়ে মৃত এক বোধ আকরিক

 

যুগ সন্ধিক্ষণ

দৈনিক ক্ষণে পরাস্ত, ক্ষণে আক্রমণ।

 

সেভাবে ভেঙে যেতে পারো...    

 

সেভাবে ভেঙে যেতে পারো

যেভাবে মৃত হয়ে আছো শহরে

 

গুম মেরে আছে প্রথিতযশা দিন

ফেলে রাখে পাশে ক্ষীণ চাঁদ

বহুল রুপালি ডানার তাপ

 

সারাবেলা আকাশ নির্মেঘ

সারাবেলা এক নদী

নদীতে বাণিজ্যে ভাসমান

বাণিজ্যে  রামরাজ্য

তাজ্যপুত্র

আর অনিবার্য মলমূত্র

 

খসিয়ে দেয় দেহ মানপত্র

বৃত্তাকার কৃতকার্য লোভে

যখন ঝরে পড়ে আরো

অসহায় সংখ্যাগরিষ্ঠ বোধ

 

সেভাবে ঝরে যেতে পারো

যেভাবে মৃত হয়ে আছো শহরে

যেভাবে তলিয়ে পড়ে দিন আরো প্রথিতযশা দিন খাদে

আর আরো ক্লেদ গায়ে মেখে নিতে পারে তোমার চরিতনামা।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন