প্রতিবেশী সাহিত্য
মণি মোহনের
কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
লেখক পরিচিতি : জন্ম ১৯৬৭ সালের ২ মে মধ্যপ্রদেশের বিদিশায়। তিনি ইংরেজি
সাহিত্যে এম এ ও পি এইচ ডি করেছেন। বর্তমানে একটি কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক।
তিনি মূলত হিন্দিতে কবিতা লেখেন এবং পাশাপাশি অনুবাদের কাজও করেন। কবিতা রচনার
জন্য ইতিমধ্যে বাগেশ্বরী সম্মান অর্জন করেছেন।
নির্বস্ত্র
নিজের
মুখ
নামিয়ে
রেখে দাও
রাতে
একটি
কালো পাথরের উপরে...
কাপড়টাও!
এখন
ঢুকে পড়ো
নির্বস্ত্র
স্বপ্ন
ও অন্ধকার ভরা
ভাষার
জঙ্গলে...
কবিতা
পৌঁছে দেওয়ার
আর
কোন পথ নেই
এছাড়া!
চাঁদ
আমি
ওকে বললাম
এই
দেখো! চাঁদে পৌঁছে গেছে
আমাদের
সন্তানেরা
এই
দেখো!
চাঁদ
থেকে ছবিও এসে পৌঁছেছে...
সে
ওই ছবিগুলি বেশ মগ্ন হয়ে দেখছিল
তারপর
বলল
সন্তানদের
একটু বলে-কয়ে দাও
একটু
সামলে ঘোরা-ফেরা যেন করে
চাঁদে
রয়েছে অসংখ্য গর্ত।
দিন প্রতিদিন
একটি
গাছ
যার
শাখায় বহুবার
ও
প্রত্যেক দিন আত্মহত্যা করে
ঋণের
চাপে শ্রমিক ও কিষান
একটি
নদী
যার
জলে নিজের ছেলে-পুলে বুকে জড়িয়ে
লাফিয়ে
পরে মেয়ে মানুষেরা
আর
কখনো কখনো
বেকার
যুবকও
এক
কবি
যে
দিনের পর দিন লেখে
গাছ
ও নদীর কবিতা
আর
রোজ মরে যায়।
মিছিল
ধর্ষণকারী
ও হত্যাকারীদের পক্ষে
মিছিল
ছিল
এই
মিছিলে যোগ দেওয়ার আগেভাগেই
একটু
ভেবে নেয়া দরকার
এই
মিছিল
তোমাদের
বাড়ির সামনে থেকেই যাবে
একটু
ভেবে নাও
প্রশ্ন
করতেই পারে
তোমার
মা, মেয়ে ও বোনেরা
কীসের
ও কার উদ্দেশ্যে এই মিছিল?
বিলম্ব
অনেকবার
কবিতার
জন্য বিম্ব খুঁজতে
এত
বিলম্ব হল
কি
হাসপাতালে
শেষ
নিঃশ্বাস ত্যাগ করল মেয়েরা
আর
ধর্ষণকারী, হত্যাকারীরা
লুকিয়ে
পড়ল
সংসদ
ও বিধানসভায়
নিজেদেরই
ভাষায়
প্রত্যেকবার
ডুবে
মরে যাওয়ার ইচ্ছে হল।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন