কবিতার কালিমাটি ১০৫ |
হারাকিরি ও গোলাপের গপ্পো
ঘুম } ১টি বিষম
দূরত্ব বিশেষ
স্বপ্ন তৈরি
হয়। ভাঙে
জাগে। উদ্বৃত্ত ঘুম
আদপে _____
এই সব বেকার
হল্লাবোল
আদিম পুং-চক্র-কেশর-স্ব|পুংশকতা
অনৈতিক পেটে
~ ঘূর্ণি-বিয়োগ
আগামী আদমশুমারি
অবশেষে শিবলিঙ্গের খাদ্য-খরা কাটিয়ে
ভার্চুয়াল ফুটপাথে
ঘটছে ~ কৃষিকাজ সমীকরণ
কোণাকোণি পাতাল থেকে স্বেচ্ছাচারী
নিষ্ক্রিয় বিছানার
সূত্র নিলেই নিয়মমাফিক
গুটিকতক অবসর-মিথোস্ক্রিয়া এছাড়াও
পারমাণবিক বাগান-গল্পবাজ
]] মৌলিক
এখনো
______
চলছে ~ বেকারত্ব
ঘিলু || থকথক্ টুপ
স্মৃতিবাজি
বছর
টলতে টলতে ঘুরেফিরে
প্রতিটা রাত
চাঁদের লালা
বেহেড মাতাল আংশিক
ঘুমলোভী রুদ্রাক্ষগাছের
বীজ ______
হাওয়া-ফিনিশ
অযথা
নৈশব্দ কন্ঠনালী
~ রোমান্টিক আগুন-বিপরীত
'হাতিম'-মার্কা লন্ঠনের
ক্ষুর
আস্তে//আস্তে
রুদ্রাক্ষ হয়ে
ওঠে ~ ভুলচুকের তুমুল মসৃণ
পিথাগোরাস-পুঁথি ~ কয়েকটুকরো সিন্থেসিস্
সেই
অন্ধ বোট্
বরফ গলে
সম্পর্কিতো
গভীর বোধ
ভাসমান
ঐ
অবেলা সময় জাদুঘর
কাঠামোহীন সুড়ঙ্গ
পার মহাকাশ থেকে
ছদ্মবেশ ~ সেতু
// অলীক @ ক্রমশ বেলুন-শরীর
স্বপ্নরং রাস্তা
|| খোলা পিচ বৃষ্টিময় দাবাড়ু ভিজে
খাতাভর্তি হিমঘর
বুদবুদ-মায়া
গাণিতিক
আলো
থৈথৈ ভরকেন্দ্র ঘূর্ণি ____
√(নি)º
√(রা)º
√(কা)º
√(র)º
পারমাণবিক অভিঘাত ও পরবর্তী মায়া-সংকেত
পর্যায়হীনতা
পরবর্তী ::
সূক্ষ // অতিসূক্ষ্ম
// সূক্ষাতিসূক্ষ
∑(সমীকরণ)º
=
{(তল ± অতল)
× বিতল } ÷ তলাতল
||
হরবোলা ল্যাম্পপোস্ট
←→ গাণিতিক ট্রায়াল
]]] নোডাল্ চরাচর
_____
নিরাকার (−) ধ্রুবকতা
রাকার (−) ধ্রুবক
কার (−) ধ্রুব
র (−) ধ্রু
(−)
অলিখিত উৎস থেকে অলীক প্রকল্পনা
বিন্দু থেকে
⇶ }}
হাঁপড়মুখ
এখান//ওখান
সর্বত্র ~ অতিরিক্ত বরফ
||
কয়েকশ বছর
@ %
]] এপারওপার খোঁড়াখুঁড়ি
⇱ সংরক্ষিতো ছায়া-(?)-প্রবণতা
অº
নাº
(বি)⁺
ষ্কৃº
তº
শব্দরূপ : রাহুল
গাঙ্গুলী
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন