কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

জয়া ঘটক




দীপাবলী

কোথাও থিম পূজা, কোথাও বনেদিয়ানা। মলে উপচে পড়ে ভিড়। পূজো যেতে না যেতেই  
দেওয়ালি এসে যায় হই হই করে। আবার সেল। কত জীবনও বিক্রি হয়ে যায় এই সেলে।
ভালোবাসা, প্রেম, বিশ্বাস বিক্রি হয় খুব সহজেই আজকাল।

মলে, অনলাইনে ভিড়। লাখ দু’লাখ তো হাতের  ময়লা! তারপর বির্সজনের পালা!
বিসর্জনের পর শুধু তো কাঠামোই পড়ে থাকে। তবুও কত আয়োজন! মা দুর্গা, মা কালীর 
সাথে আরো কত বিসর্জন! সোশ্যাল মিডিয়া ভরে যায় নোবেলের বৈধতা আর অবৈধতা নিয়ে।
প্রেমের বস্তা পচা কবিতা লিখে লিখে হাতের ছাল বাকল উঠে যাচ্ছে কতজনের! প্রেমই বা
কোথায়? বেশি বিক্রি তো হয় যৌনতা। আর কোথাকার কারা বারবার নিয়ে যায় নোবেল! 
এত সাহস! প্রতিবাদ চলে। চলছে। চলবে।

যাদের আসার কথা ছিল দীপাবলিতে প্রিয়জনের কাছে। তাদের তো আর আসা হলো না!
গুলিতে ঝাঁঝরা হয়ে ফিরে আসে তাদের মৃতদেহ। আবার হইচই!  মৃত্যুতে বিসর্জনের বিষাদ
ছেয়ে যায় তাদের বাড়িতে। 

এত ধর্ষণ, এত মৃত্যু কেন? শরীর, মনন সব শেষ হয়ে যাচ্ছে সমাজ, রাষ্ট্রের আর অবশ্যই
আমাদের। সিঁদুর আর রক্ত কখন এক হয়ে যায় কেউ জানে না! জানে কি? 

কলরব হবে!  তারপর আবার অন্য ইস্যু! 
কত সহজে আমরা ভুলে যাই সবকিছু!


বিবর্ণ স্মৃতি 

একটি হলুদ কাগজ। বর্ণহীন একটি শব্দ। ভালেবাসা! পাওয়ার জন্য সব করেছো। যত নীচে
নামতে লাগে নেমেছো!
পেয়েছো কি ঠিকানা?


মাত

গোপন দাবায় চালিয়েছ শুধু ঘুঁটি
দেখো কোথাও এখন নেই আমি!

যদি খোঁজো তাহলে হয়তো পাবে
শুধু হাতের ছাপ। যার কোন দাম নেই!

আছে কি?



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন