দৃশ্যে অদৃশ্যে
(১)
পুকুরের কাছে বসে মেয়ে
মেয়ের পায়ে বসে পুকুর
মাছেরা মেয়ে হয়ে গেলে
সেসব মেয়ে মাছ ডিম নিয়ে
পাড়ে বসে চাঁদ দেখে
এতো উজ্জ্বল সেই রূপকথা
যে জানালার চোখ ঝলসে যায়
(২)
দীর্ঘ ঈ লাগা ভোর লাগে মায়াকাজলে
অ চেতন সরে গেলে আধার
ধরে নেয় রক্তকমলে
রূপসাগরের ডুব ডানা ভিজিয়ে দিলে
দেখি আকাশ অসীম
তবুও মাস্তুলের হাতছানি
ফিরিয়ে আনে চেনা জাহাজে
হতবাক থেকে বাকের সকাল
ফের ধাক্কা মারে লবণ সৈকতে
নোঙর ওঠার এক জোরালো আওয়াজ ঘিরে থাকে বন্দর এলাকা
(৩)
ঘাটের স্নান বধূটিকে ধরে
চোখ কেটে যায় জল
ছায়ার মেঘ না মেঘের ছায়া
সেই কালাচাঁদের গান
দোতারা বাজায় মীনাবাজারে
মীনাক্ষীর পূর্ব প্রেমিক
পাহাড়ের কঠিন পায়ের কাছে
ভাজা মাছ উল্টে ভদকায়
চুমা দেয় বর্ষা বিকেলে
অস্থিসার মেয়েটি সরিয়ে নেয়
কাচের বোতল আর তখন
সহজ সন্ধ্যা নামে নিবিড়
তাকে ডাকে
সংগীত
(১)
ফিরিয়ে আনতে একতারা সকাল
আকাশ বাউল গাইছে
(২)
বেজে উঠেছে রোদের এসরাজ
বিরহের লোনা স্বাদ
(৩)
বারান্দার সরোদে ভোরাই রাগ
রাই ডেকে ফিরে যাচ্ছে পাখি
(৪)
পৃথিবীর সেতারে দীর্ঘ প্রার্থনা
বাতাসের সু পরে নিচ্ছে গাছ
(৫)
দোতারায় নেচে উঠছে নদীর শরীর
চাঁদের পাখোয়াজ মুছে দিচ্ছে বেতাল
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন