কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

জয়া ঘটক




দেবীপক্ষ 

পুরুষ বাক্যে... দেবীপক্ষ। আনন্দে
বিহ্বল! সন্মানের জন্য? এরপর!
সিঁদুর খেলা! তারপর কিন্তু বিসর্জন!

কপাল আর দেহ লাল। চুল ছেঁড়া।
অবিন্যস্ত শরীর। অনেক ছোঁয়া!
 ভাগ্যে কিন্ত সেই ভাগাড়!

তাই, সাবধান, একুশ শতকের দেবী!

এখনও কিন্তু  সময় আছে।

ফিরে যাও তুমি নিজের
কাছে!      


গর্ব

শোনো 
       চাঁদ

জোনাকি পোকাদের হাতের মুঠো
     থেকে মুক্তি দিয়েছিলাম বলেই
        তুমি
          পৃথিবীকে 
             জ্যোৎস্নায়  আলোকিত 
                          করতে পেরেছো...


প্রেম

তুমি কাছে এলে প্রেম। দূরে  গেলে বিরহ। 

প্রেম-বিরহ... শুধুমাত্র একটা হাইফেনের 
ব্যবধান মাত্র! দুজনের মাঝের যে সাঁকোটা 
আছে, তা ব্যবহার করলেই মিলনের আনন্দ।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন