শূন্য
বলয় আর...
ক্রাচ আলগা হয়ে ঝপাৎ খুলে পড়ে দুর্বল কবজা
এখন
জানালা ধরে চাঁদ আরেকটু লাজবতী;
রাতের
ছায়া দোল খেয়ে টুপ করে বালিশে গড়াগড়ি,
গায়ে
ধুলো পাউডার মাখা ঘরমুখো শিশু যেন,
টেবিলের
উপরে লম্ফের ময়ূরপেখম তিরতির...
দেখি
জোনাক প্রজাপতির মতো নিরীহ;
না হলে
ঘুরে
ফিরে মুখ বন্ধ কাচের দালানঘরে চলে আসে?
ঠিকানা
লেখা কাগুজে মণ্ড কুড়িয়ে আনি স্মৃতি নিলয় থেকে,
হয়
তো কেউ শূন্য কাচ বলয় প্রত্যাশী; সংসার বুননে!
যাযাবর অভিধান
হুবহু
সন্ধ্যার মতো এক আকাশের নির্জনতা নিয়ে
শূন্য
হাত বাড়িয়ে দিয়েছ কোমল আলোর ঘ্রাণ
এখানে
সব পথ পিছল সব শুরুর অন্তিম
কোনো
দগ্ধ কপোতের বিরল অসুখ
পালকে
বিগত সুখের বকেয়া মেটাচ্ছে আঘাত
এ
বালি শহরে চাঁদ ডোবে মরীচিকা স্নানকক্ষে
বৃথা
নয় মনে হয়;
তবু
পথের হদিস দেয় ভাগ্যপড়া টিয়া
দুটো
উটের নিজস্ব কুঁজে ভরে ওঠে যাযাবর অভিধান...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন